পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Chhello Show: অস্কারের মঞ্চে ভারতের তরফে লড়াইয়ে গুজরাতি ছবি 'চেলো শো'

95তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে ভারতের তরফে লড়াইয়ের জন্য পাঠানো হল গুজরাতি সিনেমা 'চেলো শো'-কে(Gujarati film Chhello Show) ৷ অস্কারের জন্য এবার ভারতের অফিসিয়াল এন্ট্রি নিল প্যান নলিন পরিচালিত এই ছবি(official entry for Oscars 2023) ৷

Chhello Show
অস্কারের মঞ্চে ভারতের তরফে লড়াইয়ে গুজরাটি ছবি 'চেলো শো'

By

Published : Sep 21, 2022, 10:32 AM IST

Updated : Sep 21, 2022, 10:47 AM IST

নয়া দিল্লি, 21 সেপ্টেম্বর: 95তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে ভারতের তরফে লড়াইয়ের জন্য পাঠানো হল গুজরাটি সিনেমা 'চেলো শো'-কে(Gujarati film Chhello Show) ৷ মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছে ভারতের ফিল্ম ফেডারেশন (এফএফআই) ৷ প্যান নলিন পরিচালিত এই ছবির ইংরেজি শিরোনাম "লাস্ট ফিল্ম শো" ৷ 14 অক্টোবর সারাদেশ জুড়ে মুক্তি পেতে চলেছে এই ছবি (Pan Nalin Directional Chhello Show)৷

এফএফআই মহাসচিব সুপ্রাণ সেন পিটিআই-কে জানিয়েছেন, 'চেলো শো' এবারের 95তম অ্যাকাডেমি পুরস্কারের জন্য ভারতের 'অফিসিয়াল এন্ট্রি' (Gujarati film Chhello Show is Indias official entry for Oscars 2023)৷ ছবিটি প্রযোজনা করেছে সিদ্ধার্থ রায় কাপুরের রায় কাপুর ফিল্মস, জুগাদ মোশন পিকচার্স, মনসুন ফিল্মস, এলএলপি এবং মার্ক ডুয়েল। অভিনয় করেছেন ভাবিন রাবারি, ভাবেশ শ্রীমালি, রিচা মীনা, দীপেন রাভাল, পরেশ মেহতা-সহ অন্যান্য অভিনেতারা ৷

গত বছরের জুনে ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার দেখানো হয়েছিল এই ছবিটি ৷ গুজরাতের এক প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা নলিনের সিনেমার প্রেমে পড়ার কাহিনিকেই ফুটিয়ে তুলবে এই গল্প ৷ আসলে পরিচালিক জীবন স্মৃতিও বেশ খানিকটা জুড়ে রয়েছে এই সিনেমার সঙ্গে ৷ স্পেনের 66 তম ভ্যালাডোলিড ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন স্পাইক পুরস্কার জিতে নিয়েছিল এই ছবি ৷ এছাড়াও বেশকিছু চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নিয়েছে এই ছবি ৷

আরও পড়ুন:ছোটদের নাচের মঞ্চে হাজির প্রসেনজিৎ, দেবের সঙ্গে মাতবেন ঢাকের তালে

ছবির এই সাফল্যে স্বভাবতই খুশি পরিচালক নলিন ৷ এর আগে অস্কার মঞ্চে নমিনেশন পেয়েছিল ভারতীয় তথ্যচিত্র 'রাইটিং উইথ ফায়ার' ৷ এর আগে অ্যাকাডেমি পুরস্কারের জন্য লড়াই করেছিল রিন্টু থমাস এবং সুস্মিত ঘোষ পরিচালিত এই ছবি ৷ তবে শেষ পর্যন্ত পুরস্কার আসেনি ৷ এবার অস্কার মনোনয়ন পেল গুজরাতি সিনেমা 'চেলো শো' ৷

Last Updated : Sep 21, 2022, 10:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details