নয়া দিল্লি, 21 সেপ্টেম্বর: 95তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে ভারতের তরফে লড়াইয়ের জন্য পাঠানো হল গুজরাটি সিনেমা 'চেলো শো'-কে(Gujarati film Chhello Show) ৷ মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছে ভারতের ফিল্ম ফেডারেশন (এফএফআই) ৷ প্যান নলিন পরিচালিত এই ছবির ইংরেজি শিরোনাম "লাস্ট ফিল্ম শো" ৷ 14 অক্টোবর সারাদেশ জুড়ে মুক্তি পেতে চলেছে এই ছবি (Pan Nalin Directional Chhello Show)৷
এফএফআই মহাসচিব সুপ্রাণ সেন পিটিআই-কে জানিয়েছেন, 'চেলো শো' এবারের 95তম অ্যাকাডেমি পুরস্কারের জন্য ভারতের 'অফিসিয়াল এন্ট্রি' (Gujarati film Chhello Show is Indias official entry for Oscars 2023)৷ ছবিটি প্রযোজনা করেছে সিদ্ধার্থ রায় কাপুরের রায় কাপুর ফিল্মস, জুগাদ মোশন পিকচার্স, মনসুন ফিল্মস, এলএলপি এবং মার্ক ডুয়েল। অভিনয় করেছেন ভাবিন রাবারি, ভাবেশ শ্রীমালি, রিচা মীনা, দীপেন রাভাল, পরেশ মেহতা-সহ অন্যান্য অভিনেতারা ৷