পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

51 বছর বয়সে পুত্র সন্তানের বাবা হলেন দ্য গ্রেট খালি, ভাইরাল পরিবারের মিষ্টি ভিডিয়ো - দ্য গ্রেট খালি

The Great Khali Welcomes A Baby Boy: 51 বছর বয়সে বাবা হলেন দ্য গ্রেট খালি ৷ হরমিন্দর কৌর ও খালির জীবনে এল পুত্র সন্তান ৷ শুভেচ্ছাবার্তা ভাসল নেটপাড়ায় ৷ সদ্যজাত কোলে খালির ভিডিয়ো ভাইরাল হল সোশাল মিডিয়ায় ৷

The Great Khali
51 বছর বয়সে বাবা হলেন দ্য গ্রেট খালি

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 10:28 AM IST

হায়দরবাদ, 18 নভেম্বর: ফের একবার বাবা হলেন দ্য গ্রেট খালি ৷ কন্যাসন্তানের পর এবার পুত্র সন্তান এসেছে হরমিন্দর কৌর ও খালির জীবনে ৷ ছবি সামনে আসতেই শুভেচ্ছাবার্তা দিয়েছেন অনুরাগীরাও ৷ শনিবার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সদ্যজাত পুত্রসন্তানকে কোলে নিয়ে বসে রয়েছেন খালি ৷ মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিয়োটি।

ভিডিয়োতে দেখা যাচ্ছে লাল রঙের শার্ট পড়ে রয়েছেন খালি ৷ মুখে কালো মাস্ক ৷ দুহাতে ধরে রেখেছেন নতুন সদস্যকে ৷ পিতৃস্নেহে বুকের কাছে আগলে রেখেছেন ৷ মিষ্টি এই ভিডিয়ো সামনে আসতেই শুভেচ্ছাবার্তা দিয়েছেন অনুরাগীরাও ৷ কেউ লিখেছেন, "অনেক ভালোবাসা ৷ খুব ভালো বাবা হবে তুমি ৷" আবার কেউ লিখেছেন, "কন্যা-পুত্রকে নিয়ে ভালো থাকো ৷"

ডব্ল ডব্লুই-র এই প্রাক্তন তারকা তাঁর ব্যক্তিগত জীবনকে কখনোই পাপারাৎজিদের সামনে আনেন না ৷ অনেকেই জানেন না, তাঁর আসল নাম ৷ সাত ফুট উচ্চতার এই রেসলারের আসল নাম দলিপ সিং রাণা ৷ 2014 সালে প্রথম হরমিন্দর কৌর ও খালির জীবনে আসে এক কন্যা সন্তান ৷ তার নাম রাখা হয় আভলীন রাণা ৷ 9 বছর পর পরিবারে ফের পরিবারে খুশির হাওয়া ৷ 51 বছর বয়সে এসে পুত্র সন্তানের বাবা হলেন তিনি ৷

খালি প্রথম ভারতীয় বংশ্দোভূত হিসাবে ডব্লিউডব্লিউই-র হেভিওয়েট ক্যাটাগরিতে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছিলেন ৷ রেসলিংয়ে আসার আগে তিনি পাঞ্জাব পুলিশের অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর ছিলেন ৷ এছাড়া বলিউডের পাশাপাশি হলিউড ছবিতেও কাজ করেছেন ৷ 'দ্য লংগেস্ট ইয়ার্ড', 'গেটস্মার্ট', 'কুস্তি', 'রামা:দ্যা স্যাভিয়র' ছবিতে কাজ করেছেন দ্য গ্রেট খালি ৷ দীপাবলির পরই রানা পরিবারে এলো খুশির খবর।

ABOUT THE AUTHOR

...view details