হায়দরাবাদ, 22 নভেম্বর:বার্থ-ডে বয় কার্তিক আরিয়ান ৷ 32টি বসন্ত পার করলেন তিনি ৷ 1990 সালের 22 নভেম্বর জন্ম বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের। বায়োটেকনলজি নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করতে করতেই মডেলিং শুরু করেন এই বলি অভিনেতা। এরমাঝেই পা রাখেন হিন্দি সিনেমার জগতে। 2011 সালে কার্তিক বলিউডে ডেবিউ করেন 'প্যায়ার কা পঞ্চনামা' ছবিতে। এতেই সাড়া ফেলে দেন বিনোদন জগতে ৷ মঙ্গলবার রাত ঘড়ির কাঁটা ঠিক 12টা বাজতেই প্রিয় ও আদুরে কাটোরি আরিয়ানের সঙ্গে ছবি দিলেন তিনি ৷ সামনে রয়েছে বার্থ-ডে কেক ৷ তাঁর অগণিত ভক্তকুলকে লিখলেন 'সকলের ভালোবাসার জন্য কৃতজ্ঞ' ৷
এদিন ইনস্টাগ্রামে ছবিতে বলিউড হার্টথ্রবকে দেখা গিয়েছে কালো টি-শার্ট ও কালো প্যান্টে ৷ মাথায় রেড হ্যাট ৷ পাশে রয়েছে কাটোরি ৷ হাতজোড়ো করে বার্থ-ডে কেকের দিকে চোখ বুজে রয়েছেন কার্তিক ৷ তাঁর ছবি শেয়ারের পর ইন্ডাস্ট্রির অনেকেই কার্তিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ আজকের এই বিশেষ দিনটি কেমন ভাবে কাটাবেন অভিনেতা, তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা ৷ কমেন্ট সেকশন দেখে তাই বোঝা যাচ্ছে ৷
সূত্র থেকে জানা গেছে, এই মুহূর্তে বেশ কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। একদিকে জন্মদিন সেলিব্রেশন আর অপর দিকে ছবির শুটিং এই নিয়েই আপাতত ব্যস্ত রয়েছেন অভিনেতা। বলিউডের আপকামারদের মধ্যে ইতিমধ্যেই প্রথম সারির দৌড়ে নিজের আসন জাঁকিয়ে বসেছেন কার্তিক আরিয়ান। ইতিমধ্যেই একাধিক সম্পর্কে নিজের নাম জড়িয়ে লাইমলাইটে রয়েছেন এই অভিনেতা। বলিউড হার্টথ্রব এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন বেশ কয়েকটি ছবি নিয়ে।
তার মধ্যে কার্তিক তাঁর আসন্ন জীবনীমূলক ড্রামা ছবি চান্দু চ্যাম্পিয়নের মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন ৷ তাতে তিনি ক্যাটরিনা কাইফ এবং শ্রদ্ধা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ৷ দুই নায়িকার সঙ্গেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে । কবির খান পরিচালিত ছবিটি আগামী বছর 14 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ৷ তাঁর অন্যান্য উল্লেখযোগ্য ছবিগুলি হল 'প্যায়ার কা পঞ্চনামা', 'প্যায়ার কা পঞ্চনামা-2', লুকা ছুপি', 'পতি পত্নী ওউর ওয়ো', 'সনু কে টিটু কি সুইটি', 'লাভ আজ কাল 2'।
আরও পড়ুন:
- বাবা এবং মায়ের সঙ্গে জন্মদিন উদযাপন কার্তিকের
- 6 বছর পর সিরিয়ালে মেগা কামব্যাক, কোন বদলের সম্মুখীন অর্জুন?