কলকাতা, 22 নভেম্বর:ধনধান্য অডিটোরিয়ামে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে হাজির হয়েছেন বিশ্বের বিভিন্ন বড় বড় শিল্পপতিরা ৷ মঙ্গলবার এই দু'দিনের সামিটে যোগ দিয়ে 20 হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন মুকেশ আম্বানি ৷ বুধবার ছিল সমাপ্তি অনুষ্ঠান ৷ এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক গৌতম ঘোষও ৷ প্রখ্যাত পরিচালক সিনে ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের আহ্বান জানান ৷ তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সংস্কৃতি বিষয়ে ভীষণ উৎসাহ রয়েছে ৷ কিন্তু এই ইন্ডাস্ট্রিকে আরও বড় করা সম্ভব ৷ শিল্পপতিদের সাহায্য় পেলে তা সম্ভব হতে পারে ৷
তিনি বলেন, "সরকার আমাদের সমর্থন করে ৷ কিন্তু আমাদের এর বাইরেও এগিয়ে যেতে হবে ৷ কারণ এর মধ্যে সিনেমা-টেলিভিশন-যাত্রা অনেককিছুই রয়েছে ৷...একটা কথা আমি নিশ্চয় বলব এটাই একমাত্র রাজ্য় যেখানে উত্তরে রয়েছে বিশাল হিমালয় আর দক্ষিণে বঙ্গপোসাগর ৷ তার মধ্য়ে রয়েছে প্রচুর নদী এবং উপত্যকা ৷ অর্থাৎ পরিচালকদের জন্য় স্বর্গ বলা চলে ৷ আমি আশা করব আগামী বছর অনেক মানুষ বিভিন্ন রাজ্য ও অন্য দেশ থেকে আসবেন এবং আমাদের রাজ্যে শুটিং করবেন ৷"