পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Birth Anniversary of Bhupen Hazarika: 96তম জন্ম জয়ন্তীতে ভূপেন হাজারিকাকে বিশেষ শ্রদ্ধা গুগলের - Google pays tribute to Bhupen Hazarika

প্রয়াত কিংবদন্তি ভূপেন হাজারিকাকে তাঁর 96তম জন্ম জয়ন্তীতে বিশেষ শ্রদ্ধা জানাল গুগল( Birth Anniversary of Bhupen Hazarika) ৷ এই প্রখ্য়াত গায়ককে শ্রদ্ধা জানাতে আজ তাঁর জন্মদিনে তাঁকে নিয়েই একটি বিশেষ ডুডলও তৈরী করল গুগল (Google pays tribute to Bhupen Hazarika)৷

Birth Anniversary of Bhupen Hazarika:
96তম জন্ম জয়ন্তীতে ভূপেন হাজারিকাকে বিশেষ শ্রদ্ধা গুগলের

By

Published : Sep 8, 2022, 11:54 AM IST

হায়দরাবাদ, 8 সেপ্টেম্বর: প্রয়াত কিংবদন্তি ভূপেন হাজারিকাকে তাঁর 96তম জন্ম জয়ন্তীতে বিশেষ শ্রদ্ধা জানাল গুগল( Birth Anniversary of Bhupen Hazarika) ৷ ভূপেন হাজারিকার জন্ম 1926 সালের 8 সেপ্টেম্বর ৷ অসমীয়া এই গায়ক এক সময় জয় করেন এপার এবং ওপার দুই বাংলার বাঙালির মন ৷ এমনকী 2006 সালে বিবিসি বাংলার শ্রোতাদের নিরিখে তাঁর 'মানুষ মানুষের জন্যে' গানটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ 20টি বাংলা গানের তালিকায় দ্বিতীয় স্থান লাভ করে। মাতৃভাষা তো বটেই তাছাড়া বাংলা এবং হিন্দি ভাষাতেও সমানভাবে শ্রোতাদের মন কেড়ে নিয়েছেন এই গায়ক (Bhupen Hazarika)৷

তিনি খুব ছোট থেকেই সঙ্গীতের প্রতি অনুরক্ত ছিলেন ৷ মাত্র দশ বছর বয়সেই সেই গায়ক-কবি গানের সুর করতে শুরু করেন ৷ তাঁর 'ও গঙ্গা তুমি বইছো কেন...' শুনে চোখের জল ধরে রাখতে পারবেনা আপামর বাঙালি ৷ প্রথম নেপথ্য গায়ক হিসাবে তিনি কাজ শুরু করেন 1939 সালে ৷ অসমীয়া ভাষায় নির্মিত জ্যোতিপ্রসাদ আগরওয়ালার 'ইন্দুমালতী' ছবিতে প্রথম গান গাওয়ার সুযোগ পান এই কিশোর শিল্পী ৷ তাঁর বয়স তখন মাত্র 12 বছর ৷ অসমীয়া ভাষায় এটি ছিল দ্বিতীয় চলচ্চিত্র ৷ অর্থাৎ অসমীয়া ছবির জন্মলগ্ন থেকেই তাঁর সঙ্গে জুড়ে গিয়েছিল ভূপেন হাজারিকার নাম ৷ এই প্রখ্য়াত গায়ককে শ্রদ্ধা জানাতে আজ তাঁর জন্মদিনে তাঁকে নিয়েই একটি বিশেষ ডুডলও তৈরী করল গুগল (Google pays tribute to Bhupen Hazarika)৷ এই ডুডুলটি বানিয়েছেন শিল্পী রুতুজা মালি (Doodle illustrated by Rutuja Mali)৷

'আজ জীবন খুঁজে পাবি', 'আমি এক যাযাবর', 'বিস্তীর্ণ দুপারে','গঙ্গা আমার মা'-এর মত অসংখ্য গানে মানুষের মন জয় করে নিয়েছিলেন ভূপেন(Songs of Bhupen Hazarika) ৷ আদতেই বাঙালির নস্টালজিয়ার একটি বড় অংশ জুড়ে যেমন রয়েছেন হেমন্ত, মান্না, শ্য়ামল তেমনই পাহাড়িয়া মেঠো বাঁশি হতে রয়েছেন ভূপেনও ৷ আধুনিকতার ছোঁয়া দিয়ে লোকসঙ্গীত গাইতেন এই শিল্পী। যাতে আজকের যুগের কাছে তিনি নিজেকে পৌঁছে দিতে পারেন ৷ আর তাঁর চেষ্টা যে সার্থক তা বলা দেয় তাঁর খ্য়াতিই ৷

আরও পড়ুন:রাশ্মিকা পড়েছেন 'স্টুপিড'র প্রেমে, নিজে মুখেই জানালেন সেকথা

পদ্মশ্রী(1977), দাদাসাহেব ফালকে পুরস্কার(1992),পদ্মভূষণ (2001),অসম রত্ন (2009)সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কার (2009), ভারতরত্ন (2019)-সহ অসংখ্য় সম্মানে সম্মানিত হয়েছিলেন এই শিল্পী ৷ ভূপেন হাজারিকাকে অসমি সঙ্গীতের পুরোধা বললেও বোধহয় ভুল বলা হয় না ৷ 2011 সালে 5 নভেম্বর চির ঘুমের দেশে পাড়ি দেন এই কিংবদন্তী ৷

ABOUT THE AUTHOR

...view details