মুম্বই, 6 সেপ্টেম্বর: 'গুডবাই' ছবির হাত ধরে প্রথমবার একসঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন 'বিগ বি' এবং রাশ্মিকা মান্দানা ৷ মঙ্গলবার মুক্তি পেল এই ছবির ট্রেলার(Goodbye Trailer Out) ৷ এই ছবির হাত মাধ্যমেই দক্ষিণী অভিনেত্রী পা-রাখতে চলেছেন বলিউডে ৷ এর আগে 'পুষ্পা: দ্য রাইজ' ছবিতে তাঁর অভিনয় সারা ভারতের মন ছুঁয়ে গিয়েছে ৷ তবে এবার অফিসিয়ালি হিন্দি ছবির মাধ্যমে হিন্দি বলয়ে পরীক্ষা দিতে প্রস্তুত রাশ্মিকা ৷ বিকাশ বাহলের পরিচালনায় এই ছবিতে অভিনয় করতে চলেছেন রাশ্মিকা( Bollywood debut of Rashmika Mandanna) ৷
ছবির ট্রেলারে রয়েছে একটি পরিবারিক গল্পের আভাস ৷ এক বাবা-মা এবং তাঁদের সন্তানদের নিয়ে গড়ে উঠেছে এই কাহিনি ৷ মায়ের মৃত্যুর পর কীভাবে বদলে যায় সন্তানদের জীবন তারই কথা বলবে এই ছবি ৷ পুরোনো প্রথা এবং আধুনিক মনের দন্দ্বও ফুটে ওঠে ট্রেলারে ৷ এখানে মায়ের চরিত্রে অভিনয় করবেন নীনা গুপ্ত এবং বাবার চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন ৷ ছোট ছোট বিষয় নিয়ে বাবা মার সঙ্গে মতভেদ থেকে শুরু করে অন্যান্য় বাস্তব সমস্য়াগুলি খুব সুন্দরভাবে উঠে এসেছে ট্রেলারে(Rashmika Mandanna Starrer Goodbye) ৷