পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Goodbye Trailer: বাবা মেয়ের ঘরোয়া কাহিনির আভাস দিল 'গুডবাই' - Bollywood debut of Rashmika Mandanna

মঙ্গলবার মুক্তি পেল 'গুডবাই' ছবির ট্রেলার(Goodbye Trailer Out) ৷ বিকাশ বাহলের পরিচালনায় এই ছবিতে স্ক্রিনশেয়ার করেছেন বিগ বি এবং রাশ্মিকা মান্দানা ৷ আগামী 7 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি (GoodBye release on 7 October) ৷

Goodbye Trailer
বাবা মেয়ের ঘরোয়া কাহিনির আভাস দিল 'গুডবাই'

By

Published : Sep 6, 2022, 6:41 PM IST

মুম্বই, 6 সেপ্টেম্বর: 'গুডবাই' ছবির হাত ধরে প্রথমবার একসঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন 'বিগ বি' এবং রাশ্মিকা মান্দানা ৷ মঙ্গলবার মুক্তি পেল এই ছবির ট্রেলার(Goodbye Trailer Out) ৷ এই ছবির হাত মাধ্যমেই দক্ষিণী অভিনেত্রী পা-রাখতে চলেছেন বলিউডে ৷ এর আগে 'পুষ্পা: দ্য রাইজ' ছবিতে তাঁর অভিনয় সারা ভারতের মন ছুঁয়ে গিয়েছে ৷ তবে এবার অফিসিয়ালি হিন্দি ছবির মাধ্যমে হিন্দি বলয়ে পরীক্ষা দিতে প্রস্তুত রাশ্মিকা ৷ বিকাশ বাহলের পরিচালনায় এই ছবিতে অভিনয় করতে চলেছেন রাশ্মিকা( Bollywood debut of Rashmika Mandanna) ৷

ছবির ট্রেলারে রয়েছে একটি পরিবারিক গল্পের আভাস ৷ এক বাবা-মা এবং তাঁদের সন্তানদের নিয়ে গড়ে উঠেছে এই কাহিনি ৷ মায়ের মৃত্যুর পর কীভাবে বদলে যায় সন্তানদের জীবন তারই কথা বলবে এই ছবি ৷ পুরোনো প্রথা এবং আধুনিক মনের দন্দ্বও ফুটে ওঠে ট্রেলারে ৷ এখানে মায়ের চরিত্রে অভিনয় করবেন নীনা গুপ্ত এবং বাবার চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন ৷ ছোট ছোট বিষয় নিয়ে বাবা মার সঙ্গে মতভেদ থেকে শুরু করে অন্যান্য় বাস্তব সমস্য়াগুলি খুব সুন্দরভাবে উঠে এসেছে ট্রেলারে(Rashmika Mandanna Starrer Goodbye) ৷

ছবিতে 'বিগ বি'র মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রশ্মিকাকে ৷ ট্রেলারে তিনিও বেশ নজর কেড়েছেন ৷ ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন পাভেল গুলাটিও ৷ আগামী 7 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি (GoodBye release on 7 October) ৷ প্রসঙ্গত জুন মাসে শেষ হয় এই ছবির শ্য়ুটিং ৷ কোভিডের জেরে প্রায় দু'বছর ধরে চলেছিল এই ছবির চিত্রগ্রহণের কাজ ৷

আরও পড়ুন:বদলাল বায়ো আর প্রোফাইল ছবি, ললিত সুস্মিতার ব্রেকআপ নিয়ে শুরু গুঞ্জন

রশ্মিকার হাতে এই মুহূর্তে আরও বেশ কয়েকটি বলিউড প্রজেক্ট রয়েছে ৷ একদিকে রণবীর কাপুরের সঙ্গে 'অ্যানিম্যাল' ছবিতে কাজ করবেন তিনি ৷ পাশাপাশি টাইগার শ্রফের সঙ্গে 'স্ক্রু ঢিলা' এবং সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে 'মিশন মজনু' ছবিতেও স্ক্রিনশেয়ার করবেন তিনি ৷ বিশেষত 'পুষ্পা: দ্য রাইজ' ছবির সাফল্যের পর তাঁকে নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details