মুম্বই, 14 জুলাই:জাহ্নবী কাপুর তাঁর হাটকে ফ্যাশন সেন্স এবং বোল্ড অবতারের জন্যই বেশি পরিচিত অনুরাগী মহলে ৷ এবার সামনে এল অভিনেত্রীর নতুন ছবি 'গুডলাক জেরি'-র ট্রেলার (Good Luck Jerry Trailer OUT) ৷ বৃহস্পতিবার নির্মাতাদের তরফে প্রকাশ করা হয়েছে বহু প্রতিক্ষিত এই ছবির ট্রেলার ৷ ট্রেলারে জাহ্নবীকে দেখা গিয়েছে দাবাং বিহারী গার্লের চরিত্রে ৷ কাজের সন্ধানে এই মেয়েটিকে আসতে হয় পঞ্জাবে ৷ এর আগেই ছবির টিজার এবং পোস্টার সামনে এসেছে ৷ জাহ্নবীর এই নয়া অবতার যথেষ্ট আগ্রহ বাড়িয়েছে দর্শকদের ৷
ট্রেলারে দেখা যায় মায়ের চিকিৎসার জন্য পঞ্জাবে এক ব্যক্তির কাছে কাজ চাইতে আসেন জাহ্নবী ৷ এখানে তাঁর নতুন অবতারের নাম জেরি ৷ জেরিকে কাজ দেওয়া হয় একটি মাসাজ পার্লারে ৷ নামে তাঁর কাজ মাসাজ করা হলেও তাঁকে দিয়ে করানো হয় অন্য কিছু ৷ মায়ের ফুসফুসে ক্যানসার এবং অন্যান্য় চাপে জেরিকে এই কাজই করে যেতে হয় ৷ পরিবারের এক বড় মেয়ের দায়িত্ব কীভাবে পালন করে চলেন জেরি, তা নিয়েই 'গুড লাক জেরি' গল্প বুনেছেন পরিচালক ৷