লস অ্যাঞ্জেলস, 11 জানুয়ারি:গোল্ডেন গ্লোব পুরস্কারের মঞ্চে এক ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে 'আরআরআর' ৷ সেরা মৌলিক গানের বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছে এই ছবির গান 'নাতু নাতু' ৷ সঙ্গীত পরিচালক এমএম কীরাবাণী হাত ধরে এশিয়ার প্রথম গান হিসাবে এই পুরস্কার জিতেছে 'নাতু নাতু' ৷ স্বাভাবিকভাবেই ছবির গানের এই সাফল্যে খুশি টিম 'আরআরআর' ৷ তবে একইসঙ্গে সেরা ছবির (ইংরেজি ছাড়া অন্যভাষার ছবি ) দৌড়েও লড়ছিল এই ছবি ৷ সেই লড়াইয়ে রাজামৌলি অবশ্য় সাফল্য পেলেন না শেষমেশ (RRR loses Best Motion Picture Non English )৷
সেরা ছবির দৌড়ে হেরে গেল দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এবং রামচরণের এই ব্লকবাস্টার ৷ সবিলিয়ে একইদিনে একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপনের পাশাপাশি একটি খারাপ খবরও এল 'আরআরআর' অনুরাগীদের জন্য ৷ এই লড়াইয়ে আর্জেন্তিনার ছবি 'আর্জেন্তিনা 1985' ছবির কাছে হেরে গেল 'আরআরআর' ৷ পরিচালক সান্তিয়াগো মিত্রের হাতেই এবার উঠল সেরার পুরস্কার ৷ স্প্যানিশ ভাষায় তৈরি 'আর্জেন্তিনা 1985' ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গতবছর 29 অক্টোবর(RRR loses to Argentina 1985) ৷