পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jubin Nautiyal Thanks Fans: 'ঈশ্বর বাঁচিয়েছেন...', আরোগ্য কামনার জন্য় ফ্যানেদের ধন্যবাদ দিলেন জুবিন - Jubin Nautiyal Health Update

বড় দূর্ঘটনার হাত থেকে তাঁকে রক্ষা করার জন্য ঈশ্বরকে ধন্য়বাদ জানিয়েছেন গায়ক জুবিন নটিওয়াল ৷ একইসঙ্গে তাঁর অগনিত অনুরাগীদেরও ধন্যবাদ জানিয়েছেন গায়ক (Jubin Nautiyal thanks fans)৷

Jubin Nautiyal Thanks Fans
'ঈশ্বর বাঁচিয়েছেন...', আরোগ্য কামনার জন্য় ফ্যানেদের ধন্যবাদ দিলেন জুবিন

By

Published : Dec 3, 2022, 12:27 PM IST

মুম্বই, 3 ডিসেম্বর: বড় দূর্ঘটনার হাত থেকে তাঁকে রক্ষা করার জন্য শুক্রবার ঈশ্বরকে ধন্য়বাদ জানিয়েছেন গায়ক জুবিন নটিওয়াল ৷ একইসঙ্গে এই পোস্টের মাধ্যমে তাঁর সমস্ত ফ্যানেদেরও ধন্যবাদ জানিয়েছেন গায়ক (Jubin Nautiyal thanks fans for showering love)৷ বৃহস্পতিবার সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন জুবিন ৷ এই ঘটনার পর মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় গায়ককে ৷ সূত্রের খবর, তাঁর মাথা, কনুই এবং পাঁজরে চোট ছিল (Jubin Nautiyal Health Update) ৷

এই ঘটনার পর এই প্রথম সামনে এল তাঁর পোস্ট ৷ ইনস্টাগ্রামে তিনি লেখেন, "আপনাদের এত আশির্বাদ আর ভালোবাসার জন্য় সকলকে ধন্য়বাদ ৷ ঈশ্বর বোধহয় আমার উপর নজর রেখেছিলেন ৷ তাই আরও মারাত্মক দূর্ঘটনার হাত থেকে আমায় বাঁচিয়েছেন ৷ এখন আমি ছুটি পেয়েছি এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি । আপানাদের অফুরন্ত ভালোবাসা এবং প্রার্থণার জন্য আপনাদের ধন্যবাদ ৷ "

তাঁর এই পোস্ট সামনে আসতেই না আসতেই কমেন্টবক্স ভরিয়ে দিচ্ছেন ফ্য়ানেরা ৷ গায়ক তথা ব়্যাপার বাদশাহ লিখেছেন, "দ্রুত সেরে ওঠো ভাই..."৷ অন্যদিকে গায়িকা কনিকা কাপুরও তাঁর দ্রুত আরোগ্য় কামনা করেছেন ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে জুবিনের নতুন মিউজিক ভিডিয়ো 'তু সামনে'। এই গানে জুবিনের জুটি বেঁধেছেন সিংহলী গায়ক ইয়োহানি ডি'সিলভা। গান প্রকাশ অনুষ্ঠানেও একসঙ্গেই হাজির হয়েছিলেন দুই তারকা (Jubin Nautiyal Fell From Building Staircase ) ৷

আরও পড়ুন:মেহেন্দির পর এবার সঙ্গীত অনুষ্ঠানে মাতলেন হংসিকা সোহেল

বলিউডে সাম্প্রতিক সময়ে ভীষণই পরিচিত মুখ জুবিন ৷ একের পর এক রোমান্টিক গানে তিনি মন জয় করে নিচ্ছেন নেটিজেনদের ৷ জুবিনের কণ্ঠের জাদু মাতাল করে চলেছে ভক্তদের ৷ 'আঁখ উটঠি', 'শুন শুন বরসাত কি ধুন', 'লুট গেয়ে', 'মেরি আশিকি',-এর মতো গান জায়গা করে নিয়েছে সঙ্গীতপ্রেমীদের প্লে-লিস্টে ৷ বলিউড আত্মপ্রকাশে 'জজবা' ছবিতে গাওয়া 'বন্দেয়া' গানটিও অত্যন্ত জনপ্রিয় হয়েছিল ৷ স্বভাবতই জুবিনের দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা ৷

ABOUT THE AUTHOR

...view details