কলকাতা, 9 জানুয়ারি:গত 7 জানুয়ারি ছিল প্রবাদপ্রতীম অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শংকরের 68তম জন্মদিন (Mamata Shankar 68th Birthday Celebration)৷ সম্প্রতি তাঁর 'প্রজাপতি' ছবির জন্য় এখন রীতিমতো চর্চায় রয়েছেন অভিনেত্রী ৷ মিঠুন চক্রবর্তী এবং দেবের সঙ্গে তাঁর সাবলীল অভিনয় সত্যিই নজর কেড়েছে সমালোচকদের ৷ তাঁর এই ছবি সারাদেশ জুড়ে যথেষ্ট সাফল্য পেয়েছে ৷ গত দুই সপ্তাহেই এই ছবি আয় করেছে পাঁচ কোটিরও বেশি ৷ সারা দেশ জুড়ে তাঁর কাজের এই বিপুল সাফল্যের মাঝেই আরও একটি বসন্ত পার করে ফেললেন এই বর্ষীয়ান অভিনেত্রী (Glimpses of Mamata Shankars Birthday Celebration) ৷
রবিবার পরিবারের সঙ্গে তাঁর জন্মদিন উদযাপনের কিছু ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি (Birthday Celebration of Mamata Shankar) ৷ মমতা শংকরের জন্মদিনে প্রত্যাশিত ভাবেই ছিল বিপুল খাবারের আয়োজন ৷ তাঁর দুই পুত্রবধূ কোনও খামতি রাখেননি তাঁদের প্রিয় শাশুড়িমার জন্মদিন পালনে ৷ ভাত, ডাল, ভাজাভুজি তো বটেই, ডিম ভরা ইলিশও বাদ পড়েনি মেনু থেকে ৷ আর জন্মদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হল পায়েস ৷ অভিনেত্রী নিজেই লিখেছেন, "এই সব আমার ছোটো বউমার বানানো ৷ তার সঙ্গে ছিল বড় বউমার বানানো পায়েস ৷"