কলকাতা, 22 জুলাই: বছরের পর বছর ধরে রূপোলি পর্দার মায়ায় জড়িয়ে ঘর ছেড়েছেন কত সুন্দরী ৷ কেউ খুঁজে পেয়েছেন আকাশ ছোঁয়া ভালোবাসা, খ্যাতি আর সম্মানের শিখর ৷ আবার কেউ হারিয়েছেন অন্ধকারে ৷ কেউ আবার খ্যাতি চূড়া স্পর্শ করেছেন ঠিকই তবে তা ধরে রাখতে পারেননি ৷ অনুরাগীদের মন থেকে ধীরে ধীরে মুছে গিয়েছে এমন অনেক নাম ৷ সিনেমার পোস্টারও মলিন হয়ে গিয়েছে কালের নিয়ম মেনে ৷ আজ তেমনই এক সুন্দরীর জন্মদিন ৷ সুমিত্রা দেবী নামেই তাঁকে চিনতেন বাংলার সিনে অনুরাগীরা ৷ তিনি কাজ করেছেন উত্তমকুমারের সঙ্গেও ৷ কার্যত সুচিত্রা সেনেরও আগে দেবী চৌধুরানী চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি ৷ হারিয়ে যাওয়া এই বঙ্গ কন্যার গল্প আসুন জেনে নেওয়া যাক তাঁর জন্মবার্ষিকীতেই ৷
মাত্র দু'টো দিন পরেই আসছে বাংলা ছায়াছবি অনুরাগীদের কাছে এক শোকের দিন ৷ এমনই এক 24 জুলাই বাংলা হারিয়েছিল তাঁর মহানায়ককে ৷ তারই ঠিক দু' দিন আগে জন্ম সুমিত্রা দেবীর ৷ বীরভূম জেলার সিউড়িতে জন্ম এই নায়িকার ৷ তাঁর স্ক্রিননেম বা পর্দার নাম সুমিত্রা দেবী বটে তবে আসল নামটি ছিল নীলিমা চট্টোপাধ্যায় ৷ রক্ষণশীল ব্রাহ্মন পরিবারের কন্যা নীলিমা অভিনয়ে পা রাখেন পরিবারকে সাহায্য় করতে ৷ আর্থিক অনটন থেকে দাদাকে বাঁচাতেই রূপোলি পর্দাকে বেছে নেন নায়িকা ৷
তাঁর রূপের কথা কানাকানি হতে কিন্তু বেশি সময় লাগেনি ৷ আরব সাগরের পারে মায়ানগরীতেও পৌঁছে যায় 'নায়িকা সংবাদ' ৷ এমনকী হিন্দি ছবি 'মেরি বেহেন'-এর হাত ধরেই নাকি তাঁর পা রাখার কথা ছিল ছায়াছবির জগতে ৷ তবে শেষমেষ তা হয়নি ৷ বাংলা ছবি 'সন্ধি'ই ছিল তাঁর প্রথম কাজ ৷ পরিচালক অপূর্ব মিত্রের কারণেই তাঁর প্রথম শিরোনামে উঠে আসা ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী 1944 সালে মুক্তি পাওয়া এই ছবি বানিজ্যিকভাবে ভীষণ সাফল্য পায় ৷ এমনকী এই ছবির জন্য 'বেঙ্গলি ফিল্মস জানার্লিস্ট অ্যাসোসিয়েশন' পুরস্কারও লাভ করেন অভিনেত্রী ৷