মুম্বই, 21 সেপ্টেম্বর: কিং খানের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তথা বিজেপি নেতা গৌতম গম্ভীর ৷ বৃহস্পতিবার সোশালে গৌতি (গৌতমের ডাকনাম) শেয়ার করেছেন শাহরুখের সঙ্গে সাক্ষাতের একটি ঝলক ৷ আর সেখানেই বলিউডের বাদশাকে 'সবার সেরা' বলে অভিহিত করেন ক্রিকেটার ৷ 'কেকেআর' দলটি একসময় আইপিএলের তালিকার শেষের দিকে কোনভাবে মুখ রক্ষার চেষ্টা করত ৷ কিন্তু একা হাতে সেই দলের ভাগ্য বদলে দিয়েছিলেন গৌতি ৷
শাহরুখের নাইট বাহিনিও যে আইপিএল জয়ের ক্ষমতা রাখে তা প্রমাণ করে দিয়েছিলেন দিল্লির বাঁ হাতি এই ওপেনার ৷ দু'বার তিনি দলকে এনে দিয়েছিলেন আইপিএলের ঝলমলে ট্রফি ৷ মালিক হিসাবে কিং খানও ফিরেছিলেন জয়ের সরনিতে ৷ যাই হোক বৃহস্পতিবারও শাহরুখের ভূয়সী প্রশংসা করতে ভুললেন না গতি ৷ তিনি লেখেন, "উনি শুধু বলিউডের কিং নন লক্ষ লক্ষ হৃদয়ের একছত্র অধিপতি ৷ প্রতিবার যখন আমাদের দেখা হয় তখনই ফেরার সময় সীমাহীন ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে ফিরতে হয় ৷ কতকিছু শেখার আছে এই মানুষটার থেকে ৷ সত্যিই উনি দ্য বেস্ট ৷ সবার সেরা ৷"