পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Gautam Gambhir Praises SRK: 'শুধু বলিউডের রাজা নন উনি হৃদয়ের সম্রাট', কিং খানের প্রশংসায় পঞ্চমুখ গৌতি - Gautam on SRK

কিং খানের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রাক্তন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর ৷ শাহরুখ শুধু বলিউডের বাদশা নন তিনি লক্ষ লক্ষ হৃদয়ে রাজ করেন ৷ এমনটাই লিখলেন গতি ৷ সোশালে তিনি শেয়ার করলেন তাঁদের সাম্প্রতিক সাক্ষাতের একটি ছবিও ৷

Pic Gautam Gambhir Insta
কিং খানকে নিয়ে মুখ খুললেন গৌতম

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 5:38 PM IST

মুম্বই, 21 সেপ্টেম্বর: কিং খানের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তথা বিজেপি নেতা গৌতম গম্ভীর ৷ বৃহস্পতিবার সোশালে গৌতি (গৌতমের ডাকনাম) শেয়ার করেছেন শাহরুখের সঙ্গে সাক্ষাতের একটি ঝলক ৷ আর সেখানেই বলিউডের বাদশাকে 'সবার সেরা' বলে অভিহিত করেন ক্রিকেটার ৷ 'কেকেআর' দলটি একসময় আইপিএলের তালিকার শেষের দিকে কোনভাবে মুখ রক্ষার চেষ্টা করত ৷ কিন্তু একা হাতে সেই দলের ভাগ্য বদলে দিয়েছিলেন গৌতি ৷

শাহরুখের নাইট বাহিনিও যে আইপিএল জয়ের ক্ষমতা রাখে তা প্রমাণ করে দিয়েছিলেন দিল্লির বাঁ হাতি এই ওপেনার ৷ দু'বার তিনি দলকে এনে দিয়েছিলেন আইপিএলের ঝলমলে ট্রফি ৷ মালিক হিসাবে কিং খানও ফিরেছিলেন জয়ের সরনিতে ৷ যাই হোক বৃহস্পতিবারও শাহরুখের ভূয়সী প্রশংসা করতে ভুললেন না গতি ৷ তিনি লেখেন, "উনি শুধু বলিউডের কিং নন লক্ষ লক্ষ হৃদয়ের একছত্র অধিপতি ৷ প্রতিবার যখন আমাদের দেখা হয় তখনই ফেরার সময় সীমাহীন ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে ফিরতে হয় ৷ কতকিছু শেখার আছে এই মানুষটার থেকে ৷ সত্যিই উনি দ্য বেস্ট ৷ সবার সেরা ৷"

2011 সালে প্রথমবার গম্ভীরকে অধিনায়ক হিসাবে দলে নিয়ে আসেন শাহরুখ ৷ 2017 পর্যন্ত টানা এই দলের অধিনায়ক ছিলেন গৌতি ৷ 2012 সালে তিনি প্রথমবার জয় এনে দেন দলকে ৷ 2012 সালে তো একাই 17 ম্যাচে 590 রান করেন তিনি ৷ ফের 2014 সালে তিনি জয় এনে দেন কেকেআরকে ৷ তারপর থেকে এখনও পর্যন্ত আইপিএল জয়ের স্বপ্ন পূরণ হয়নি কলকাতার ৷

আরও পড়ুন:জন্মদিনে অ্যাটলি কুমারকে শুভেচ্ছা স্ত্রী প্রিয়ার

অন্যদিকে শাহরুখ খানের কথা বলতে গেলে তাঁকে শেষ পর্দায় দেখা গিয়েছে 'জওয়ান' ছবিতে ৷ ইতিমধ্যেই প্রায় 1000 কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে এই ছবি ৷ বক্স অফিসে এখনও পর্যন্ত এই ছবি 900 কোটিরও বেশি টাকার ব্যবসা করে ফেলেছে ৷

ABOUT THE AUTHOR

...view details