পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Gauahar Khan: 39টি বসন্ত পার করে মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন গওহর - Gauahar Khan to embrace Motherhood

আলিয়া ভাট-বিপাশা বসুদের পর এবার মা হতে চলেছেন বিগবস খ্য়াত অভিনেত্রী গওহর খান(Gauahar Khan to embrace Motherhood ) ৷

Gauahar Khan to embrace Motherhood
দ্বিতীয় বিবাহবার্ষিকীর ঠিক আগেই 39 বছর বয়সে মা হতে চলেছেন গওহর

By

Published : Dec 21, 2022, 9:58 AM IST

Updated : Jan 3, 2023, 4:05 PM IST

মুম্বই, 21 ডিসেম্বর:আলিয়া ভাট-বিপাশা বসুদের পর ফের অনুরাগীদের দারুণ খবর শোনালেন বিনোদন জগতের আরেক স্টার ৷ মা হতে চলেছেন বিগবস খ্য়াত অভিনেত্রী গওহর খান ৷ সোশাল মিডিয়ায় একটি সুন্দর অ্যানিমেশন ভিডিয়ো শেয়ার করে দর্শকদের এই সুখবর শোনালেন অভিনেত্রী ৷ কোরিওগ্রাফার তথা সংগীতজ্ঞ ইসমাইল দরবারের ছেলে জায়েদ দরবারের সঙ্গে 2020 সালে বিবাহিত জীবন শুরু করেন গওহর ৷ দেখতে গেলে লকডাউনের মাঝেই এই জুটির প্রেম এবং বিয়ে(Gauahar Khan to embrace Motherhood ) ৷

গওহর এবং জায়েদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী আগামী 25 ডিসেম্বর ৷ তার আগেই দর্শকদের এই সুখবর দিলেন 39 বছর বয়সি অভিনেত্রী (Gauahar Khan Announces She will become mother Soon)৷ বয়সের হিসেবে জায়েদের চেয়ে বেশ কিছুটা বড় গওহর ৷ তবে জগজিৎ সিং-এর বিখ্যাত গজলের একটি লাইন তাঁদের ক্ষেত্রে আদর্শ বলা যেতেই পারে ৷ তা হল, 'না উমর কি সীমা হো না জন্ম কি হো বন্ধন... যব পেয়ার করে কোয়ি তো দেখে কেবল মন ৷' সত্যিই বয়স কোনও বাধা হয়ে দাঁড়ায়নি এই কপোত কপোতীর মিলনপর্বে ৷ প্রায় ছয় সাত মাস প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা (Gauahar Khan Announces a Good News)৷

আরও পড়ুন:তাঁর অভিনীত ছবি দেখতে চলচ্চিত্র উৎসবে জয়া এহসান, কথা বললেন ইটিভি ভারতের সঙ্গে

ছোটপর্দায় বেশ পরিচিত মুখ গওহর ৷ মঙ্গলবার তাঁর মা হওয়ার খবর সোশাল মিডিয়ায় শেয়ার করতে যে ভিডিয়োটি শেয়ার করেছেন গওহর তাতে জানানো হয়েছে ,"গওহর এবং জায়েদ+1 ৷ আপনাদের সকলের আশির্বাদ এবং প্রার্থনা চাই আমাদের এই নতুন যাত্রার জন্য় ৷" পোস্ট দেখে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তাঁর অনুরাগী এবং ইন্ডাস্ট্রির বন্ধুরা ৷ তালিকায় রয়েছেন নেহা কক্কর, দিয়া মির্জার মতো অনেক সেলেবরাই ৷

বিগবস বিজয়ী এই অভিনেত্রী এখন ওটিটিতেও বেশ জনপ্রিয় ৷ শুধু তাই নয় সোশাল মিডিয়ায় তার ফলোয়ার সংখ্য়াও কম নয় ৷ বিগ বস শুধু নয় আগেও বিভিন্ন রিয়েলিটি শোয়ের পরিচিত মুখ ছিলেন গওহর ৷ প্রায় দু'দশক ইন্ডাস্ট্রিতে ইতিমধ্য়েই কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী ৷

Last Updated : Jan 3, 2023, 4:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details