পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ganapath Poster and Song Release: গণেশ চতুর্থীতে নতুন ছবির পোস্টারে চমক টাইগারের, মুক্তি পেল গানও - গণেশ চতুর্থী

Poster of Ganapath– Rise of the Hero: গণেশ চতুর্থীর শুভ দিনে মুক্তি পেল টাইগার শ্রফের নতুন ছবি 'গণপথ- রাইস অফ দ্য হিরো'-র পোস্টার ও গান ৷ অনুরাগীদের চমকে দিয়েছেন টাইগার তাঁর নতুন লুকে ৷ পাশাপাশি, গানে গানে হয়েছে গণেশ চতুর্থী উদযাপন ৷

Ganpath
প্রকাশ্যে 'গণপথ'-এর নতুন পোস্টার

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 7:07 PM IST

Updated : Sep 18, 2023, 8:23 PM IST

হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর: সারা দেশ যখন গণেশ চতুর্থী উদযাপনে ব্যস্ত তখন বিশেষ এই দিনে টাইগার শ্রফের ছবির নতুন লুক ও গান প্রকাশ্যে আনল পূজা এন্টারটেইনমেন্ট ৷ সোমবার সামনে এল 'গণপথ- রাইস অফ দ্য হিরো'-র নতুন পোস্টার ৷ তার সঙ্গে মুক্তি পেয়েছে গণেশ চতুর্থী উলক্ষ্যে বিশেষ গান ৷ গানটির ভিডিয়ো নয়, মুক্তি পেয়েছে অডিয়ো ৷ ইতিমধ্যেই 'জয় গণেশা' গানটি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ৷ টাইগারের লুক চমকে দিয়েছে অনুরাগীদের ৷

সামাজিক মাধ্যমে অভিনেতা লিখেছেন, "কে আটকাবে তাঁকে ৷ যখন বাপ্পার হাত রয়েছে তাঁর মাথায় ৷ আসছে গণপথ ৷ নতুন এক পৃথিবী গড়ে তুলতে ৷ 'গণপথ' প্রেক্ষাগৃহে আসছে 20 অক্টোবর দশেরা-তে ৷" ছবিতে প্রধান চরিত্রে টাইগার ছাড়াও রয়েছেন কৃতি শ্যানন ও অমিতাভ বচ্চন ৷ অন্যদিকে, জয় গণেশা গানটি লিখেছেন অক্ষয় ত্রিপাঠী ৷ গানটি গেয়েছেন এবং মিউজিক দিয়েছেন বিশাল মিশ্রা ৷

ছবিতে চেনা ছন্দে ধরা দিয়েছেন 'হিরোপন্তি' অভিনেতা ৷ চোখে সুরমা, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে লাল ব্যান্ডেজ জড়ানো ৷ তাতে জ্বলছে আগুন ৷ বোঝাই যাচ্ছে, অ্যাকশন-ফাইটের জন্য তৈরি নায়ক ৷ পাশাপাশি, বডি মাশল আলাদা করে নজর কাড়ে ৷ ছবির পোস্টার দেখে প্রশংসা করেছেন রীতেশ দেশমুখ ও প্রভুদেবা ৷ রীতেশ লিখেছেন "পুরো কড়ক" লাগছে ৷ অন্যদিকে প্রভু দেবা মন্তব্যে দিয়েছেন আগুনের ইমোজি ৷

আরও পড়ুন: রণবীরের জন্মদিনে নতুন উপহার! আসছে 'অ্যানিম্যাল' ছবির টিজার

ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল ছবির টিজার ৷ সেখানে নায়ককে বলতে শোনা যায়, "আমার নিজের লড়াই পছন্দ নয় এবং যাঁরা লড়াই করে তাঁদেরকেও নয় ৷ ভাবছি দু'টোর মধ্যে কোনটা আগে শেষ করব ৷" এই সংলাপ শুনেই আন্দাজ করা যায়, অ্যাকশনে ভরপুর হতে চলেছে 'গণপথ' ৷ হিন্দি, তেলুগু, তামিল, মালয়লম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে এই ছবি ৷ ছবি পরিচালনার দায়িত্বে বিকাশ বেহল ৷ প্রযোজনার দায়িত্বে বিষ্ণু ভগনানি, জ্যাকি ভগনানি, দীপশিখা দেশমুখ ও বিকাশ বেহল৷

Last Updated : Sep 18, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details