হায়দরাবাদ, 18 অক্টোবর:2070 সালের প্রেক্ষাপটে তৈরি এই ছবি অ্যাকশনে ভরপুর হতে চলেছে তা টিজারেই স্পষ্ট হয়েছে। বিকাশ বহেল পরিচালিত এই ছবিতে রয়েছেন টাইগার শ্রফ, কৃতী শ্যানন ও অমিতাভ বচ্চন। আর দু'দিনের অপেক্ষা ৷ ব্যস! দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিন রুপোলি পর্দায় মুক্তি পেতে চলেছে গণপথ ৷ আর তার আগে ছবির নির্মাতারা দর্শকদের সামনে নিয়ে এলেন এক উত্তেজনাপূর্ণ প্রোমো ৷ ছবির হিরো টাইগার শ্রফ নিজেই আজ, বুধবার সোশাল মিডিয়ায় এই প্রোমো শেয়ার করেছেন ৷
এই ছবির হাত ধরে ভারতীয় সিনে দুনিয়ায় এক নতুন যুগের সূচনা হতে চলেছে? নির্মাতাদের ইঙ্গিত অন্তত তেমনই। বিকাশ বহেল পরিচালিত এই ছবিতে থাকবে ভরপুর অ্যাকশন, তৈরি হবে ভবিষ্যতের প্রেক্ষাপটে ৷ এর আগে গণপথ ছবির রোমাঞ্চকর টিজার, আকর্ষণীয় গান এবং বিস্ফোরক ট্রেলার প্রকাশ পাওয়ার পর এক সাড়া ফেলে দিয়েছে। আর তার আগে এই প্রোমো যে আবারও সাড়া ফেলবে তা মনে করছেন ছবির নির্মাতারা ৷ এক্স (টুইটার)-এ ছবির টাইগার শ্রফ লিখেছেন, "গণপথের বিশ্ব, যা আপনি আগে কখনও দেখেননি ৷ যা এমন কিছুর থেকে আলাদা। আপনি কি পা রাখতে প্রস্তুত? অগ্রিম বুকিং করা যাচ্ছে ৷ এখনই বুক করুন।"