নয়াদিল্লি, 16 এপ্রিল: মিটেছে বিয়ের পর্ব ৷ এখন স্বামী-স্ত্রী বলিউডের অন্যতম চর্চিত লাভ বার্ডস রণবীর কাপুর ও আলিয়া ভাট (Ranbir Alia wedding)৷ সদ্যবিবাহিত আলিয়াকে অভিনন্দন জানিয়েছেন হলিউড স্টার গাল গ্য়াডট (Gal Gadot congratulates newlyweds Ranbir-Alia)৷ 'হার্ট অফ স্টোন'-এ তাঁর সহ-অভিনেত্রী আলিয়া ৷
গত বৃহস্পতিবার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন রণবীর ও আলিয়া (Gal Gadot congratulates Alia Bhat)৷ এতদিন ধরে বিয়ে নিয়ে বলিউডের অন্দরে নানা জল্পনা চলেছে ৷ বিয়ের হয়ে যাওয়ার পর আর কোনও লুকোছাপা করেননি নবদম্পতি ৷ মেহেন্দি থেকে বিয়ে - নানা অনুষ্ঠানের একাধিক ছবি পোস্ট করেন রণলিয়া ৷ প্রতিটি ছবি ও ভিডিয়োতে ধরা পড়েছে তাঁদের একে-অপরের প্রতি নিখাদ ভালোবাসা ৷ তাঁদের পোস্টগুলি শুভেচ্ছা ও অভিনন্দনে বানভাসি ৷ আলিয়ার পোস্ট করা ছবিতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন 'ওয়ান্ডার ওম্যান' স্টার গাল গ্যাডট ৷ সঙ্গে একটি লাল হৃদয়ের ইমোজিও দিয়েছেন তিনি ৷ সেই পোস্টে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে 70 লক্ষেরও বেশি লাইক দেওয়া হয়েছে ৷ কমেন্ট বক্সের হিসেব বলছে, এসেছে কয়েক হাজার মেসেজ ৷