মুম্বই, 19 অগস্ট:মুম্বইয়ে বিগ বি অমিতাভ বচ্চনের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ৷ পথ নিরাপত্তা অভিযানের জন্য় বলিউডের মেগাস্টারকে পাশে পেতে আর্জি জানিয়েছেন তিনি ৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বচ্চনও । নীতিন গড়করির অফিস থেকে পরপর বেশকিছু টুইট বার্তায় এই খবর জানানো হয়েছে (Nitin Gadkari seeks support of Amitabh Bacchan)৷
একটি টুইটে জানানো হয়েছে, গড়করি এ দিন বিগ বির সঙ্গে দেখা করে ন্যাশনাল রোড সেফটি মিশন নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেন ৷ অমিতাভও মুম্বইয়ের ট্রাফিক সমস্য়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৷ টুইটে এও জানানো হয়, সড়ক নিরাপত্তার উন্নতির লক্ষ্যে সরকারের তরফে সকলকে যোগদানের জন্যও আহ্বান জানানো হচ্ছে (Gadkari wants support for national road safety mission)৷
রিপোর্ট বলছে, প্রতিবছর শুধু সড়ক দুর্ঘটনার শিকার হন প্রায় দেড় লাখেরও বেশি মানুষ ৷ এমনকী যুদ্ধেও এত সেনার মৃত্যু হয় না ৷ তাই সড়ক দুর্ঘটনা কমাতে এর আগেই নানা পদক্ষেপ করেছে সরকার ৷ দুর্ঘটনা প্রবণ এলাকাগুলিকে ইতিমধ্য়েই ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ শুনলে বেশ অবাক হতে হয় যে সারা ভারতে প্রতি চার মিনিটে একটি করে সড়ক দুর্ঘটনা ঘটে ৷ শুধু তাই নয়, রোড অ্যাকসিডেন্ট রিপোর্ট 2019 অনুসারে, 2019 সালে দেশে 4.49 লাখ দুর্ঘটনা ঘটেছে । যার মধ্যে মারা গিয়েছেন প্রায় দেড় লক্ষ মানুষ ৷
আরও পড়ুন:সুস্থ হতে আরও এক সপ্তাহ সময় লাগবে রাজুর, জানালেন শেখর সুমন
প্রসঙ্গত এর আগেও এই সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতা বাড়াতে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে সচিন তেন্ডুলকর থেকে শুরু করে কেভিন পিটারসন, দিলসান-সহ আরও অনেক ক্রিকেটারই যোগ দেন ৷ বিসিসিআইয়ের সঙ্গে মিলে এই সিরিজের আয়োজন করেছিলেন রবি গায়কোয়াড় ৷