হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর:প্রায় দু'দশক পর 'গদর 2' ছবির হাত ধরে বলিউডে ঠিকঠাকভাবে কামব্যাক করলেন সানি দেওল ৷ এর মাঝে একটি দু'টি ছবিতে তাঁকে দেখা গিয়েছিল বটে তবে সেই পুরোনো উন্মাদনা জাগিয়ে তুলতে পারেননি অভিনেতা ৷ কিন্তু 'গদর 2' ছবিতে আবার সেই পুরোনো সানি দেওলকেই ফিরে পেয়েছেন অনুরাগীরা ৷ যার জেরে প্রথম থেকেই দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই ছবিকে ৷ ইতিমধ্য়েই ভারতে 500 কোটিরও বেশি আয় করে ফেলেছ এই ছবি ৷ আর এবার 'বাহুবলী 2'-এর মতো ছবিকেও পিছনে ফেলে দেওয়ার সুযোগ এসে গেল সানি দেওলের কাছে ৷
'গদর 2'-এর এক মাসের বক্স অফিসের আয়ের হিসাব দেখলে রাজামৌলির বিখ্যাত 'বাহুবলী 2' ছবিও পিছিয়ে পড়তে চলেছে ৷ 'বাহুবলী 2' ছবির হিন্দি ভার্সান 510.99 কোটি টাকার ব্যবসা করেছিল সারা ভারতে ৷ অন্যদিকে 29তম দিনের হিসাব অনুযায়ী সানির ছবির আয় ছিল 510.90 কোটি টাকা ৷ 30তম দিনের আর্লি এস্টিমেট বলছে শনিবার এই ছবি ঘরে তুলতে পারে আরও প্রায় 1.20 কোটি টাকা ৷ যার জেরে এখন 'গদর 2' ছবির মোট সংগ্রহ দাঁড়াতে পারে 511.10 কোটি টাকায় ৷