পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Gadar 2-OMG 2 BO Collection: 250 কোটি পার করল সানির 'গদর 2', এখনও ফিকে অক্ষয়ের ছবি - 40 কোটি টাকা দিয়ে খাতা খুলেছিল সানির এই ছবি

বক্স অফিসে 'গদর 2' ছবির কাছে অনেকখানি পিছিয়ে পড়ল 'ওএমজি 2' ৷ সানির ছবি ইতিমধ্যেই ঢুকে পড়েছে 250 কোটির ক্লাবে ৷ সেখানে 'ওএমজি 2' এখনও রয়েছে 80 কোটিতেই ৷

Pic Sunny Deol Akshay Kumar Instagram
250 কোটির ক্লাবে গদর 2

By

Published : Aug 17, 2023, 1:33 PM IST

হায়দরাবাদ, 17 অগস্ট:বক্স অফিসে ষষ্ঠ দিনেও একইরকম উজ্জ্বল সানি দেওলের 'গদর 2' ৷ প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে 'হিন্দুস্থান জিন্দাবাদ' স্লোগান আর লাগাতার সিটির আওয়াজ বাড়ছিল ৷ তাতেই বোঝা গিয়েছিল এই ছবি হতে চলেছে লম্বা রেসের ঘোড়া ৷ 'গদর: এক প্রেম কথা'র নস্টালজিয়াকে ধরে রেখে এবার দেশের মাটিতে 250 কোটির গণ্ডি ছুঁয়ে ফেলল সানি-আমিশা জুটির নতুন ছবি ৷ অন্যদিকে 'ওএমজি 2' ছবির ব্যবসা কিছুটা পড়ল বুধবার ৷ আসুন দেখে নেওয়া যাক কী বলছে বক্স অফিস রিপোর্ট?

প্রথম দিনেই 40 কোটি দিয়ে খাতা খুলেছিল সানি দেওলের ছবি ৷ এমনকী সলমন খান পর্যন্ত ওপেনিং ডে কালেকশনের প্রশংসা করে লিখেছিলেন, "ঢাই কিলো কা হাত মানেই 40 কোটির ওপেনিং ডে কালেকশন ৷ সানি পাজি দারুণ ৷" দ্বিতীয় দিনেও একইভাবে 43.08 কোটি টাকা ঘরে তুলেছিল 'গদর 2' ৷ আর স্বাধীনতা দিবসের দিনে তো সমস্ত রেকর্ডই ভেঙে দেয় ছবিটি ৷ 50 কোটিরও বেশি আয় করে রেকর্ডবুকে নামও তুলে ফেলে অনিল শর্মা পরিচালিত এই ছবি ৷

বুধবার অবশ্য় আয় কিছুটা কমল ৷ দেশ জুড়ে সিঙ্গেলস্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে উঠে এল 32.37 কোটি টাকা ৷ যার জেরে ছবির মোট আয় দাঁড়িয়েছে 261.35 কোটি ৷ অবশ্য় বিদেশ মিলিয়ে হিসাব করলে ইতিমধ্য়েই 300 কোটি পার করেছে এই ছবি ৷ ছবিতে সানি দেওল তো বটেই সঙ্গে উৎকর্ষ শর্মার অভিনয়ও নজর কেড়েছে ৷ আমিশা প্যাটেলকে স্ক্রিন প্রেসেন্স একঘেঁয়ে লাগলেও মুসকান চরিত্রে সিমরত কৌরের অভিনয় বেশ নজর কেড়েছে সকলের ৷ সবমিলিয়ে নস্টালজিয়া আর অ্য়াকশনে ভরপুর সানি দেওলের 'গদর 2' ছবিকে পারফেক্ট পটবয়লার বলাই যায় ৷

আরও পড়ুন:প্রি বার্থডে সেলিব্রেশনে ফ্যানেদের সঙ্গে জমিয়ে নাচ তিয়াসার, জন্মদিনে শোনা গেল প্রেমের গুঞ্জনও

অন্যদিকে বুধবার ব্যবসা পড়ল 'ওএমজি 2' ছবিরও ৷ অক্ষয়ের এই ছবি বুধবার আয় করেছে মাত্র 7.75 কোটি টাকা ৷ যৌনশিক্ষার গুরুত্ব নিয়ে তৈরি এই ছবিতে সমালোচকদের মন কেড়েছে অক্ষয় কুমার এবং পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় ৷ ইয়াম্মি গৌতমও বেশ ভালো ৷ মঙ্গলবার প্রায় 18 কোটি টাকা ঘরে তুলেছিল এই ছবি ৷ সেখানে বুধবার ছবির আয় নেমে এল একেবারে 7.75 কোটিতে ৷ যার জেরে এখনও পর্যন্ত ছবির মোট আয় দাঁড়িয়েছে 80 কোটির কিছু বেশি ৷

ABOUT THE AUTHOR

...view details