হায়দরাবাদ, 9 অগস্ট: বাকি আর মাত্র দু'টো দিন ৷ তারপরেই বক্স অফিসে শুরু হতে চলেছে এক মহাযুদ্ধ ৷ যুদ্ধক্ষেত্রের একদিকে সানি দেওল-আমিশা প্যাটেলের 'গদর 2' আর অন্য়দিকে রয়েছে অক্ষয় কুমারের 'ও মাই গড 2' ৷ তবে 11 অগস্ট মুক্তির আগে থেকেই সানির 'গদর 2' বেশ ভালো আশা জাগাচ্ছে ৷ এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ের যে হিসাব সামনে এসেছে তাতে বেশকিছু ক্ষেত্রে তো 'পাঠান'-এর থেকেও এগিয়ে রয়েছে এই ছবি ৷
বিশেষত 'হিন্দি হার্ট ল্যান্ড' বা উত্তর ভারতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে 'গদর 2' ছবির টিকিট ৷ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ যে পরিসংখ্যান শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে প্রায় 1.3 লক্ষ টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷ অর্থাৎ উত্তর ভারতে 'গদর 2' ছবি যে প্রথম দিনে বেশ ভালোই আয় করতে চলেছে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ তরণ আদর্শ যে পরিসংখ্যান দিয়েছেন তাতে দেখা যাচ্ছে শুধু ন্যাশানাল চেইনের হিসাবেও পিভিআরে 45200, আইনক্সে 36100 এবং সিনেপলিসে 24000 টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷