হায়দরাবাদ, 15 অগস্ট: সিনে ক্রিটিক তরণ আদর্শ লিখেছিলেন, বলিউডের চোখ খুলে দেওয়ার মতো ছবি 'গদর 2' ৷ নয়ের দশকের আদলে তৈরি এই ছবি সিঙ্গল স্ক্রিনে যেভাবে রাজ করছে তা থেকে স্পষ্ট লজিককে দূরে সরিয়ে সানি-ম্যাজিকেই মাত অনুরাগীরা ৷ সানি-আমিশা জুটির উপর ভরসা রেখে পরিচালক অনিল শর্মা যে কোনও ভুল করেননি তা আবারও প্রমাণ হল স্বাধীনতা দিবসে ৷ নতুন মাইলফলক স্পর্শ করল ছবিটি ৷
সোমবারই 150 কোটি পার করেছিল শক্তিমান তলোয়ারের লেখা কাহিনি ৷ লালমোহনবাবুর ভাষায় 'হলে পায়রা উড়িয়ে দেওয়া সংলাপ' আর দুরন্ত অ্যাকশন... সবমিলিয়ে সানি-উৎকর্ষদের কাছ থেকে দর্শক যা আশা করেছিলেন সবটাই রয়েছে ছবিতে ৷ আর সেই ফর্মুলাতেই আরও একবার অঙ্কের হিসেবে সুপারহিট এক ছবি উপহার দিলেন অনিল ৷ মঙ্গলবার অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ভারতীয় সিনেমার ইতিহাসে এক বিশেষ মাইলস্টোন ছুঁল ছবিটি ৷ 'স্বাধীনতা দিবসে সবচেয়ে বেশি আয় করা ছবি'র তালিকার শীর্ষস্থান দখল করল 'গদর 2' ৷
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, স্বাধীনতা দিবসে 50.53 কোটি টাকা আয় করেছে ছবিটি ৷ স্যাকনিল্কের দাবি, এর আগে কোনও ভারতীয় সিনেমা এই বিশেষ দিনে এত টাকা আয় করতে পারেনি ৷ দেশের বক্স অফিস ধরে হিসেব করলে 'গদর 2'-এর মোট আয় 228.98 কোটি ৷ মুক্তির পর পাঁচ দিনের মধ্যেই বাজেটের দ্বিগুণেরও বেশি টাকা ঘরে তুলে ফেলেছে ছবিটি ৷