হায়দরাবাদ, 19 অগস্ট:বক্স অফিসে অব্যাহত 'গদর 2' ছবির জয়যাত্রা ৷ সানি-আমিশার কেমিস্ট্রি আর দেশপ্রেমের টুইস্ট মিলিয়ে ফের একবার সুপারহিট অনিল শর্মার ফর্মুলা ৷ উৎকর্ষ শর্মা এবং সিমরত কৌররাও অবশ্য় বেশ ভালো সঙ্গ দিয়েছেন ৷ এবার 300 কোটির ক্লাবে ঢুকে পড়ল এই ছবি ৷ 'পাঠান'-এর রেকর্ড ভাঙতে না পারেনি সানির ছবি ৷ তবে 'বাহুবলী 2' এবং 'কেজিএফ 2' ছবির হিন্দি ভার্সানকে পিছনে ফেলে দিয়েছে 'গদর 2' ৷ আর সেই সূত্র ধরেই, সবচেয়ে দ্রুত 300 কোটি আয় করা হিন্দি ছবির তালিকা দ্বিতীয় স্থানে রয়েছে এই ছবি ৷
বলিউডের বেতাজ বাদশাহ অবশ্য় তার আসন ধরে রাখলেন এবারও ৷ মাত্র 6 দিনে ভারতে 300 কোটির মাইলস্টোন ছুঁয়েছিল শাহরুখের এই কামব্যাক থ্রিলার ৷ সেই ক্ষেত্রে দু'দিন বেশি সময় নিয়ে ফেলল 'গদর 2' ৷ অনিল শর্মার ছবিটি দেশের মাটিতে 300 কোটির ব্যবসা দিতে সময় নিল 8 দিন ৷ দক্ষিণি ভাষার ক্ষেত্রে যদিও 3-4 দিনে 300 কোটি আয় করা ছবি রয়েছে বেশ কয়েকটি ৷ তবে হিন্দি ছবির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে আপাতত 'গদর 2' ৷