হায়দরাবাদ, 18 জুলাই:অক্ষয় কুমারের নতুন ছবি 'ওএমজি 2' নিয়ে ইতিমধ্য়েই চলেছে নানান বিতর্ক ৷ কেউ কেউ এও দাবি তুলছেন হিন্দু ভাবাবেগে আঘাত করেছে এই ছবি ৷ কারও মতে আবার আদি দেব মহাদেব যেভাবে ছবিতে ফুটিয়ে তুলতে চলেছেন অক্ষয় তা ঠিক নয় ৷ আবার অক্ষয়ের সমর্থনেও এগিয়ে এসেছেন অনেকেই ৷ এহেন নানান বিতর্কের মাঝেই এবার মুক্তি পেল এই ছবির প্রথম গান 'উঁচি উঁচি ওয়াদি' ৷ অন্য়দিকে একইদিনে মুক্তি পেয়েছে 'গদর 2' ছবির 'খেয়রিয়ত' গানটিও ৷
'উঁচি উঁচি ওয়াদি' গানে ফুটে উঠেছে কান্তি শরণ মুদগলের জীবনের কিছুটা ঝলক ৷ ছবির গল্পের দিকে তাকালে দেখা যায় কান্তিভাই একজন শিবভক্ত ৷ তিনি নিষ্ঠা ভরে দেবতার পুজো করেন ৷ জলাভিষেক করেন প্রতিদিন ৷ প্রতিদিন তাঁকে দেখা যায় শিবের গান নিয়ে মেতে থাকতে ৷ এই কান্তির দুই সন্তান ৷ পুত্র কন্য়াকে নিয়ে তাঁর এই সুখের সংসারে হঠাৎ ঘটে যায় এক পালাবদল ৷ কীভাবে সে নিজেকে সামাল দেবে? ভক্তকে বাঁচাতে মনুষ্য রূপে আবির্ভূত হন ভগবান ৷ তিনিই মুক্তির পথ দেখান ভক্তকে ৷
অন্য়দিকে একইদিনে সামনে এল সানি দেওলের নতুন ছবি 'গদর 2'-এর গান 'খেয়রিয়ত' ৷ সঈদ কাদরির কথায় এই গানে গলা দিলেন মিঠুন এবং অরিজিৎ সিং ৷ সুরের দায়িত্বে রয়েছেন মিঠুনই ৷ এই গানে ফুটে উঠেছে চরিত্রের আবেগ ৷ এই গানেও প্রার্থনা করা হয়েছে ঈশ্বরের কাছে ৷ প্রেমিক তারা সিংয়ের প্রার্থনা একটাই তার স্ত্রী যেন ভালো থাকে ৷