মুম্বই, 1 জুন : মাত্র 53 বছর বয়সে সকলকে কাঁদিয়ে চিরঘুমের দেশে চলে গিয়েছেন বলিউডের আরেক সোনালি কণ্ঠ কৃষ্ণকুমার কুন্নাথ ৷ অবশ্য সেই 1999 সালে 'তড়প তড়প' মুক্তি পাওয়ার পর থেকে তিনি কে কে হিসেবেই বেশি পরিচিত অনুরাগী মহলে ৷ 'তুহি মেরি সব হ্যায়', 'কেয়া মুঝে পেয়ার হ্যায়', 'তু যো মিলা', 'দিল ইবাদত' তাঁর হিট গানের তালিকা ঘাঁটতে বসলে হয়ত শেষ হবে না ৷ তিলোত্তমায় মৃত্যুর ঠিক কয়েক ঘণ্টা আগেও মঞ্চ থেকে শ্রোতাদের মন জয় করে নিয়েছিলেন তিনি ৷ তখনও কেউ কি সত্যিই জানত আর আর কোনও দিন তাঁর কণ্ঠে শোনা যাবে না 'সচ ক্যাহ রাহা হ্যায় দিওয়ানা' কিংবা 'জিন্দেগি দো পল কি' ৷ তাঁর এই অকাল প্রয়াণে ভেঙে পড়েছে শিল্পী মহলও ৷
শ্রেয়া ঘোষাল : আমি এই খবরটা মাথায় নিতে পারছি না । অসার লাগছে । কে কে কেন! এটা মেনে নেওয়া খুব কঠিন ! হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে ।
প্রীতম : সবেমাত্র কে কে'র মৃত্যুর খবর শুনলাম ৷ এখনও আকস্মিকতা কাটিয়ে উঠতে পারিনি ৷ কেউ প্লিজ বলুন এই খবরটা সত্যি নয় ৷
বিশাল দাদলানি :এ কান্না থামবে না । কী এক মানুষ ছিলেন তিনি ৷ কী কণ্ঠস্বর, কী হৃদয় ৷ কে কে ফরএভার!!!
সোনু নিগম : কে কে আমার ভাই, এটা ঠিক করলে না ৷