হায়দরাবাদ, 30 মে: আইপিএল 2023-এর রুদ্ধশ্বাস ফাইনালের সাক্ষী থাকল দেশ ৷ চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটানসের ম্যাচ ঘিরে ছিল টানটান উত্তেজনা ৷ এরই মধ্যে বৃষ্টি আবার খেলায় বিঘ্ন ঘটানোয় আরও বেশি সাসপেন্স তৈরি হয় ৷ তবে শেষ বলে চার রান করে 5 উইকেটে জয় ছিনিয়ে নেয় চেন্নাই সুপার কিংস ৷ এর পরে মাঝরাতেই শুরু হয়ে যায় সেলিব্রেশন ৷ সোশাল মিডিয়ায় আছড়ে পড়ল অভিনন্দনের বন্যা ৷ বাদ যাননি সেলিব্রিটিরাও ৷
শেষ দুই বলে একটি ছক্কা ও একটি চার মেরে এমএস ধোনি স্টাইলে ম্যাচ বের করে আনেন রবীন্দ্র জাদেজা । ক্রিকেটপ্রেমী সেলিব্রিটিরাও যে এই রুদ্ধশ্বাস ম্যাচের আনন্দ উপভোগ করেছেন, তা বোঝা গিয়েছে তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টে ৷ রণবীর সিং পুরো খেলা দেখেছেন এবং খেলা যত এগিয়েছে, তার সঙ্গে সঙ্গে রিয়েল-টাইম টুইট করতে দেখা গিয়েছে তাঁকে ৷
টুইটারে তিনি লিখেছেন, "রবীন্দ্রসিং জাদেজা !!!!! ওহ মাই গড, এটা ভয়ানক । কী সমাপ্তি !" রণবীর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাট টাইটানসেরও প্রশংসা করেছেন ৷ তিনি লেখেন, "হার্দিকের দুরন্ত নেতৃত্ব ৷ এই গোষ্ঠীর দৃঢ়তা এবং শক্তি দুর্ধর্ষ ৷ পরাজিত হলেও বীরত্বের সঙ্গে লড়েছে !"
সিএসকে টাইটানসকে পরাজিত করার পরে দক্ষিণী অভিনেতা কীর্তি সুরেশ ম্যাচের ঝলক টুইট করেছেন । টুইটারে তিনি লেখেন, কী নেইল-বাইটিং ম্যাচ!!!! জাড্ডু শুধু স্টাইল দিয়ে শেষ করেছে !!! অভিনন্দন চেন্নাই ৷ এটি একটি উত্তেজনাপূর্ণ রাত ছিল !!!
ভিকি কৌশল এবং সারা আলি খান মাঠে গিয়ে খেলাটা দেখেছেন ৷ এটা অবশ্য তাঁদের ফিল্ম 'জরা হটকে জরা বাচকে'র প্রচারের অংশ ৷ সিএসকে-র জয়ের পরই ভিকি এবং সারা আনন্দে লাফিয়ে ওঠেন । ভিকি টুইটারে লিখেছেন, "মাহি ফর দ্য উইন!!! জাড্ডু, তুমি সেরা ! কত নিখুঁত ! টুর্নামেন্টের শীর্ষ দল ছিল জিটি । স্পষ্টত, খেলাই আসল বিজয়ী । আইপিএল 2023 এবং আইপিএল ফাইনাল ।"