কলকাতা, 13 ফেব্রুয়ারি:বিয়েটা কি সত্যিই হচ্ছে না? নাকি পুরোটাই স্রেফ প্রচারের কৌশল ৷ অঙ্কুশ এবং ঐন্দ্রিলার পোস্ট দেখে প্রথমে কিছুই বোঝার উপায় ছিল না ৷ আর 14 ফেব্রুয়ারির আগে তাঁরা যে কিছু জানাতে চান না তাও স্পষ্ট করে দিয়েছেন তাঁরা ৷ কিন্তু তাঁদের এই রহস্য পোস্ট নিয়ে চিন্তায় বাংলা ইন্ডাস্ট্রির তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা ৷ বিষয়টি নিয়ে একের পর এক তৈরি হচ্ছে রিলস ৷ সেখানে কখনও প্রসেনজিৎ জিজ্ঞাসা করছেন কী রে বিয়েটা করবি আবার কখনও আবির, বিক্রম, শ্রাবন্তী কিংবা সন্দীপ্তা ৷ সেইসব রিলস নিজেদের ইনস্টাগ্রাম থেকে পোস্ট করছেন স্বয়ং ঐন্দ্রিলা এবং অঙ্কুশ ৷ শুনে কেউ কেউ বলতেই পারেন 'ধ্য়াৎ ত্যারিকা হচ্ছেটা কি!' কিন্তু নায়ক-নায়িকা দু'জনেই মুখে কুুলুপ এঁটেছেন আর বলছেন 'ধৈর্যং রহু' সব জানা যাবে 14 ফেব্রুয়ারি (Ankush Oindrila Marriage Creates Mystery) ৷
আসুন এখন বরং দেখা যাক, কে কী বললেন অঙ্কুশ ঐন্দ্রিলার বিবাহ নিয়ে ৷ সর্বশেষ এই নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন ৷ এই রিলসে দেখা যায় প্রশ্ন বানে জর্জরিত হতে হতে কাঁদছেন অঙ্কুশ ৷ আর সন্দীপ্তার প্রশ্ন একটাই ৷ তিনি বলেন, 'আমার একটা প্রশ্ন 13 বছর কেটে গেল অঙ্কুশ-ঐন্দ্রিলা বিয়েটা কেন করছে না?' আদতে বাকিদেরও প্রশ্ন তাই ৷ এর আগে অভিনেত্রী তৃণা সাহাও এই একই প্রশ্ন করেন ৷ তা নিয়ে ঐন্দ্রিলা বলেন, 'এই জন্যই বলে বন্ধুর থেকে শত্রু বানানো অনেক ভালো ৷ এই নাকি বন্ধু ৷' তিনি আরও বলেন, 'তৃণা 14 ফেব্রুয়ারি পর্যন্ত একটু অপেক্ষা কর মা আমার ৷'