পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Celebs on Manipur Violence: রাস্তায় নগ্ন 'মণিপুরের মা' প্রতিবাদে সরব প্রিয়াঙ্কা-আলিয়ারাও

মণিপুরের নারী অত্যচারের প্রতিবাদে এবার সরব সোনু, প্রিয়াঙ্কা, উরফিরাও ৷ সকলেই দাবি তুললেন সুবিচারের ৷

Celebs on Manipur Violence
মণিপুরের ঘটনা নিয়ে সরব তারকারা

By

Published : Jul 21, 2023, 12:05 PM IST

Updated : Jul 21, 2023, 1:09 PM IST

হায়দরাবাদ, 21 জুলাই:তাঁর কবিতায় মণিপুরের মায়েদের নগ্ন হয়ে রাস্তায় নামার দিনগুলিকে মনে করিয়ে দিয়েছিলেন কবি সুবোধ সরকার ৷ বেশ কয়েক বছর কেটে গিয়েছে সেই কবিতার ৷ কবি লিখেছিলেন, "এই মায়ের দু'চোখ থেকে চোখ পেয়েছি/আশিরনখ ভাষা পেয়েছি, পেয়েছি সা রে গা মা/ নগ্ন হয়ে উঠে দাঁড়াল আমার মণিপুরের মা ৷"

সেদিন নারী অত্যাচারের বিরুদ্ধে নগ্ন হয়ে প্রতিবাদ জানিয়েছিলেন মণিপুরের নারীরা ৷ সম্প্রতি আরও একটি নক্কারজনক ঘটনার সাক্ষী থেকেছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্য ৷ সম্প্রতি রাস্তায় নগ্ন হয়ে হাঁটতে বাধ্য করা হয়েছে দুই নারীকে ৷ উঠেছে গণধর্ষণের অভিযোগও ৷ সারা দেশের মাথা লজ্জায় নত হয়ে গিয়েছে এই ভিডিয়ো সামনে আসার পর ৷ মুখ খুলেছেন তারকারাও ৷

অক্ষয় কুমার, কিয়ারা আদবানি, আশুতোষ রানা বা অপর্ণা সেন ক্ষোভ উগরে দিয়েছেন সকলেই ৷ রাগে ফুঁসে উঠেছেন সোনু সুদও ৷ এমনকী প্রিয়াঙ্কা চোপড়া, স্বস্তিকা মুখোপাধ্য়ায়, উরফি জাভেদও সরব এই নক্কারজনক ভিডিয়ো সামনে আসার পর ৷ সরাসরি না হলেও একটু ঘুরিয়ে মন্তব্য় করেছেন সায়নী গুপ্তা, আলিয়া ভাটরাও ৷

অপরাধীদের শাস্তি চাইলেন সোনু সুদ:বৃহস্পতিবারই এই ঘটনা নিয়ে সরব হন সোনু সুদ ৷ টুইটারে তিনি লেখেন, "মণিপুরের ভিডিয়ো সকলের আত্মাকে নাড়িয়ে দিয়েছে ৷ ওই ঘটনায় মানবতার অপমান হয়েছে, নারীদের নয় ৷" অভিনেতা রিতেশ দেশমুখও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন এই ঘটনা নিয়ে ৷ তিনি জানিয়েছেন, রাগে তাঁর গা হাত পা জ্বলছে ৷ একজন অপরাধীও যেন রক্ষা না পায় ৷

মিডিয়াকে এক হাত নিলেন স্বস্তিকা

মিডিয়া নিয়ে সরব স্বস্তিকা:স্বস্তিকা মুখোপাধ্যায়ও বৃহস্পতিবার এই ঘটনা নিয়ে সরব হয়েছেন ৷ তিনি লিখেছেন, "তাহলে এটা সত্যি যে সোশাল মিডিয়ায় ভিডিয়ো ছড়িয়ে পড়লে তবেই প্রিন্ট বা সংবাদমাধ্য়ম নড়ে চড়ে বসবে ৷ আর সবকিছুর পর কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেবে ৷"

সুবিচারের দাবি প্রিয়াঙ্কারও

সুবিচার চেয়ে সরব প্রিয়াঙ্কা:সুবিচারের দাবিতে সরব প্রিয়াঙ্কা চোপড়াও ৷ তিনি লেখেন, "একটা ভিডিয়ো ভাইরাল হবে তবেই সবাই নড়েচড়ে বসবে ? এমন একটা নক্কারজনক ঘটনার পর 77 দিন কেটে গেল শুধু একটা পদক্ষেপ নিতে? এর কোনও যুক্তি আছে? কোনও কারণ আছে? কারও কিচ্ছু এসে যায় না ৷ তাঁর মতে সকলের একসঙ্গে ক্ষোভে ফেটে পড়া উচিত ৷ এই ঘটনার প্রতিবাদে সরব হওয়া উচিত ৷

আতঙ্কিত আমি লিখলেন ঊর্বশী

আরও পড়ুন:'নতুন রেকর্ড তৈরি হবে', 'প্রজেক্ট কে'র ঝলকে মুগ্ধ প্রভাসের অনুগামীরা

সরব উরফি জাভেদ এবং ঊর্বশী রাউতেলাও:উরফি জাভেদ এবং অভিনেত্রী ঊর্বশী রাউতেলাও এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন ৷ উরফির প্রশ্ন,"মণিপুরে কি রাষ্ট্রপতি শাসন লাগু করা উচিত?" তিনি বিমান বন্দরের সামনে প্রতিবাদেও সামিল হন ৷ ঊর্বশী রাউতেলাও এই নিয়ে সরব হয়েছেন সোশালে ৷ তিনি ইনস্টা স্টোরিতে জানিয়েছেন তিনি আতঙ্কিত এই ঘটনা দেখার পর ৷ অভিনেত্রী আলিয়া ভাট এবং সায়নী গুপ্তাও ইনস্টা স্টোরিতে সাংবাদিক ফায়ে ডিসুজার একটি পোস্ট শেয়ার করেছেন ৷ সেখানে ডিসুজা লেখেন, "নারী মা, মেয়ে বা বোন তাই তাঁদের নিরাপত্তা দিতে হবে এই ধার আক্রমণাত্মক ৷ মেয়েরাও মানুষ তাই নিরাপত্তা এবং সম্মান তাঁদের অধিকার ৷"

সাংবাদিক ফায়ে ডিসুজার লেখা শেয়ার করে সরব আলিয়া
Last Updated : Jul 21, 2023, 1:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details