হায়দরাবাদ, 25 ডিসেম্বর:বিশ্বজুড়ে ক্রিসমাস উদযাপনের বেজায় আয়োজন । এই উৎসবে আনন্দে মজেছেন তারকারাও। বলিউড সেলিব্রিটিরা ছবি শেয়ার করে অনুরাগীদের বড়দিনের শুভেচ্ছা জানালেন ৷ তাঁরা সকলেই বড়দিন সেলিব্রেশনে ছোট-বড় আয়োজনে মেতেছেন (Celebrities Chirstmas Celebration)।
আরও পড়ুন:বিপাশার ফটোশুট থেকে রণবীরের নগ্ন পোস্টার...ফিরে দেখা বিনোদনের সাত-সতেরো
বলি অভিনেত্রী করিশ্মা এদিন ইনস্টাগ্রামে এই ছবিটি শেয়ার করে নিয়েছেন ৷ তাঁর পরনে লাল রঙের পোশাক ৷ মাথায় সান্তা টুপি আর পায়ে লাল মোজা। নিজের পোষ্যকে নিয়ে এদিন খোশমেজাজে ধরা দিয়েছেন কাপুর-কন্যা ৷ ছবিটি শেয়ার করে অভিনেত্রী বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷
মৌনি রায় ও তাঁর স্বামী সুরজ নাম্বিয়ার মৌনি রায় ও তাঁর স্বামী সুরজ নাম্বিয়ারও বড়দিনের সেলিব্রেশনে মেতেছেন ৷ স্বামী সুরজ নাম্বিয়ারকে জড়িয়ে ধরে বঙ্গতনয়া এদিন একটি ছবি শেয়ার করেছেন ৷
ঐশ্বর্য রাই বচ্চন ও মেয়ে আরাধ্যা ঐশ্বর্য রাই বচ্চন এদিন সকালে মেয়ে আরাধ্যার একটি ছবি শেয়াক করে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন ৷
ইনস্টাতে এই সুন্দর ছবিটি শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা ৷
ঊর্ব্বশী রাউতেলার এই নজারকাড়া লুক দেখে পাগল তাঁর অগণিত ভক্তকুল ৷ বেবি পিংক কালারের ফুলহাতা টপ সঙ্গে একই কালারের শর্টস তাঁর পরনে রয়েছে ৷ কম্বিনেশনে পায়ে পরেছেন লাল মোজা ও হাতে ধরে রয়েছেন লাল টুপি ৷
ফারহান আখতার এবং তাঁর স্ত্রী শিবানি দান্ডেকর ফারহান আখতার এবং তাঁর স্ত্রী শিবানি দান্ডেকর তাঁদের পোষ্যদের সঙ্গে ছবি তুলেছেন ৷ পাশে রয়েছে ক্রিসমাস ট্রি ৷ মেতে উঠেছেন বড়দিন উদযাপনে ৷
নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী রয়েছেন বাচ্চাদের সঙ্গে নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী বাচ্চাদের সঙ্গে ক্রিসমাস পালনের মুহূর্ত শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে ৷
শ্রুতি হাসান ও তাঁর প্রেমিক শান্তনু হাজারিকা ছবিতে রয়েছেন শ্রুতি হাসান ও তাঁর প্রেমিক শান্তনু হাজারিকা । দু'জনেই মেতেছেন বড়দিনের ছুটিতে ৷
শহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা কাপুর শাহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা কাপুর ছবিটি সোশাল মিডিয়ায় পোস্ট করে বড়দিনের শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেছেন ৷
জর্জিয়া আন্দ্রিয়ানি ইনস্টাগ্রামে তাঁর ওয়ান মিলিয়নেরও বেশি ফলোয়ারকে 'ফ্লায়িং কিস' করে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷
আরও পড়ুন:সাদা বরফে ঢেকেছে চারপাশ, তুষারঝড়ে বিপর্যস্ত জনজীবন