পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bollywood Stars on Red Carpet: জাহ্নবী, অনন্যা থেকে কৃতি; রেড কার্পেটে চোখ ধাঁধালেন বলি ডিভারা - অনন্যা পাণ্ডে

রেড কার্পেটে নজর কাড়লেন জাহ্নবী কাপুর থেকে শুরু করে অনন্যা পাণ্ডে । বাদ গেলেন না কৃতি শ্যাননও (Bollywood Stars) ৷ বলিউডের এই রানিরা গতকাল মুম্বইয়ে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড শোয়ে উপস্থিত হয়েছিলেন ৷ তাঁদের পাশপাশি এদিন রেড কার্পেটে অনুষ্কা শর্মা, শেহনাজ গিল, তেজস্বী প্রকাশরাও নজরকাড়া পোশাক পরে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 25, 2023, 1:53 PM IST

মুম্বই, 25 মার্চ: গ্লিটজ এবং গ্ল্যামার সবসময়ই হাতে হাত রেখে এসেছে ৷ আর কোনও অ্যাওয়ার্ড শোয়ে গালার রেড কার্পেটে তারকারা বারবার নজর কেড়েছেন ৷ গতকাল রাতে মুম্বইয়ে বলি সেলেবরা রেড কার্পেটে (Red Carpet) ফের একবার আগুন ধরালেন ৷ সেখানে জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে, কৃতি শ্যানন এবং আরও অন্যান্য তারকারা তাঁদের ফ্যাশনেবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৷

একটি সিকুইন গাউন পরে, জাহ্নবী এদিনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ তাঁর এই পোশাকটি বেশ নজর কাড়ছিল ৷ এই গাউনটির কোমরের চারপাশে কাট-আউট বিবরণ ছিল। জাহ্নবীর এই টার্টল নেকের এই পোশাকটি ছিল মেঝেতে ছড়ানো ৷ সেই একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃতি শ্যানন ও অনন্যা পাণ্ডেও ৷

রেড কার্পেটে জাহ্নবীর পাশাপাশি তাঁদেরও পোজ দিতেও দেখা গেল ৷ অনন্যা পান্ডেও একটি কালো এলিসাবেটা ফ্রাঞ্চির পোশাক পরে নজর কেড়েছেন গতকাল ৷ কালো পোশাকটি উঁচু কলার এবং এমব্রয়ডারি করা বিব যা নেকলাইনকে উচ্চারিত করেছিল। এই বলি অভিনেত্রী পোশাকের সঙ্গে মানানসই চুল বেঁধে চকচকে মেকআপ করে রেড কার্পেটে নানা পোজ দিয়েছেন ৷ আর এই লম্বা পোশাকে অনন্যাকে লাগছিলও অসাধারণ ৷

আরও পড়ুন:স্ট্র্যাপলেস গাউনে মন মাতালেন কৃতি

অন্যদিকে, তীক্ষ্ণ চোখে তাকিয়ে কৃতি শ্যানন ব্লু ও ব্ল্যাকের কম্বিনেশনে একটি কাঁধখোলা গাউন পরেছিলেন ৷ পোশাকটি নম্রতার সর্বশেষ সংগ্রহ দ্য ফার্স্ট অর্ডার থেকে নেওয়া হয়েছে যা তিনি ল্যাকমে ফ্যাশন সপ্তাহ 2023 এও প্রকাশ্যে এনেছিলেন ৷ রেড কার্পেটে নিজেকে তুলে ধরেছেন আরও এক বলি ডিভা অনুষ্কা শর্মা।

পুরো ব্ল্যাক লেডি হয়ে গলায় হীরার গয়নার সঙ্গে সকলের সামনে এসে তাঁর এক্সপ্রেশন দিয়ে নিজের ফ্যাশন সেন্স তুলে ধরলেন ৷ খোঁপা করে চুল বেঁধে এবং হালকা মেকআপ করে অ্যাওয়ার্ডে গিয়েছিলেন ৷ এছাড়াও, শেহনাজ গিল, তেজস্বী প্রকাশ, মৌনি রায়, আমিশা প্যাটেল এবং আরও অনেকে এই অ্যাওয়ার্ড শোতে অংশ নিয়েছিলেন। অর্জুন কাপুর এবং বরুণ ধাওয়ানও অনুষ্ঠানে স্টাইলি লুকে উপস্থিত ছিলেন। অর্জুন কাপুরও ছিলেন প্রেমিকা মালাইকা আরোরার সঙ্গে ৷ পাশপাশি বরুণকে রেড কার্পেটে কৃতি এবং অনুষ্কার সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details