হায়দরাবাদ, 19 সেপ্টেম্বর: ভারতীয় সিনেমার জনক তিনি। জন্মগ্রহণ করেছিলেন 1870 সালে 30 এপ্রিল। ধুন্দিরাজ গোবিন্দ ফালকে নাম। পরে অবশ্য হয়ে ওঠেন আমজনতার 'দাদাসাহেব'। তাঁর জীবন কাহিনি এবার বড়পর্দায় আসছে ৷ আনছেন এসএস রাজামৌলি। তিনি এই ছবির নিবেদক। পরিচালনা করবেন 'ফিলমিস্তান', 'মিত্রন' এবং 'জওয়ানি জানেমন'-খ্যাত নীতিন কক্কর। ছবিটির নাম 'মেড ইন ইন্ডিয়া' ৷ ছবির কাহিনি যখন প্রথমবার রাজামৌলি শুনেছিলেন তখনই তিনি আবেগপ্রবণ হয়েছেন, এমনটাই মঙ্গলবার টুইটে জানিয়েছেন তিনি ৷ দাদাসাহেব ফালকের জীবনধারাকে নিয়েই ছবি আসতে চলেছে বড়পর্দায় ৷
নাসিকের এক মরাঠি পরিবারে জন্ম, পরিবার ছিল নিম্ব মধ্যবিত্ত। সাত ভাইবোন, বাবা-মা মিলিয়ে মোট 9 জনের সংসার। চালাতেন ছাপাখানা, কিন্তু লক্ষ্য ছিল অন্য। 1906 সালে লাইফ অফ ক্রাইস্ট নামক নির্বাক ছবি দেখার পর তাঁর ঝোঁক জন্মায় সিনেমার দিকে। 1913 সালে তিনি তৈরি করেন 'রাজা হরিশচন্দ্র' নামক এক চলচ্চিত্র, যা ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের নির্বাক চলচ্চিত্র। এই সূত্রপাত। এরপর ওই বছরই সুপরিচিত মোহিনী ভাস্মাসুর, 1914 সালে সত্যবান সাবিত্রী, 1917 সালে লঙ্কা দহন, 1918 সালে শ্রীকৃষ্ণ জন্ম এবং 1919 সালে কালিয়া মর্দন-সহ নানা ছবি তৈরি করেন।