পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Dadasaheb Phalke Biopic: চলচ্চিত্রায়িত হতে চলেছে দাদাসাহেব ফালকের বায়োপিক, জেনে নিন 'কীর্তিমানের' কাহিনি - Dadasaheb Phalke Biopic

এসএস রাজামৌলির হাত ধরে বড়পর্দায় আসছে দাদাসাহেব ফালকের বায়োপিক ৷ শুরু থেকে শেষ জেনে নিন 'ভারতীয় চলচ্চিত্রের জনক'এর কাহিনি ৷

দাদাসাহেব ফালকের বায়োপিক
Dadasaheb Phalke Biopic

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 7:25 PM IST

হায়দরাবাদ, 19 সেপ্টেম্বর: ভারতীয় সিনেমার জনক তিনি। জন্মগ্রহণ করেছিলেন 1870 সালে 30 এপ্রিল। ধুন্দিরাজ গোবিন্দ ফালকে নাম। পরে অবশ্য হয়ে ওঠেন আমজনতার 'দাদাসাহেব'। তাঁর জীবন কাহিনি এবার বড়পর্দায় আসছে ৷ আনছেন এসএস রাজামৌলি। তিনি এই ছবির নিবেদক। পরিচালনা করবেন 'ফিলমিস্তান', 'মিত্রন' এবং 'জওয়ানি জানেমন'-খ্যাত নীতিন কক্কর। ছবিটির নাম 'মেড ইন ইন্ডিয়া' ৷ ছবির কাহিনি যখন প্রথমবার রাজামৌলি শুনেছিলেন তখনই তিনি আবেগপ্রবণ হয়েছেন, এমনটাই মঙ্গলবার টুইটে জানিয়েছেন তিনি ৷ দাদাসাহেব ফালকের জীবনধারাকে নিয়েই ছবি আসতে চলেছে বড়পর্দায় ৷

নাসিকের এক মরাঠি পরিবারে জন্ম, পরিবার ছিল নিম্ব মধ্যবিত্ত। সাত ভাইবোন, বাবা-মা মিলিয়ে মোট 9 জনের সংসার। চালাতেন ছাপাখানা, কিন্তু লক্ষ্য ছিল অন্য। 1906 সালে লাইফ অফ ক্রাইস্ট নামক নির্বাক ছবি দেখার পর তাঁর ঝোঁক জন্মায় সিনেমার দিকে। 1913 সালে তিনি তৈরি করেন 'রাজা হরিশচন্দ্র' নামক এক চলচ্চিত্র, যা ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের নির্বাক চলচ্চিত্র। এই সূত্রপাত। এরপর ওই বছরই সুপরিচিত মোহিনী ভাস্মাসুর, 1914 সালে সত্যবান সাবিত্রী, 1917 সালে লঙ্কা দহন, 1918 সালে শ্রীকৃষ্ণ জন্ম এবং 1919 সালে কালিয়া মর্দন-সহ নানা ছবি তৈরি করেন।

এরপর প্রায় 24 বছর ধরে প্রায় 95টি পূর্ণদৈর্ঘ্যের ও 27টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি করে 'ভারতীয় চলচ্চিত্রের জনক' নামে পরিচিত হন। ফিল্মের জগতে পা রাখার আগে ফালকে ফোটোগ্রাফার হিসেবে কাজ করেছিলেন, তাঁর নিজের একটি ছাপাখানা ছিল। এমনকী বিশিষ্ট চিত্রশিল্পী রাজা রবি বর্মার সঙ্গেও কাজ করেছিলেন তিনি। দাদাসাহেব মারা যান 16 ফেব্রুয়ারি, 1944 ৷ তাঁর শেষ চলচ্চিত্র, গঙ্গাবতরণ (1937) । মারা যাওয়ার আগে সিনেমা জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি ৷

আজ রাজামৌলি দাদাসাহেব ফালকের জীবনকাহিনি নিয়ে ছবি আসছে যখন টুইটে লেখেন তাতে তিনি এও উল্লেখ করেন, "এমনিতেই বায়োপিক বানানো কঠিন, আর তা যদি হয় ভারতীয় সিনেমার জনককে নিয়ে তাহলে তা আরও বেশি চ্যালেঞ্জিং। আমাদের ছেলেরা এর জন্য প্রস্তুত। অত্যন্ত গর্বের সঙ্গে, 'মেড ইন ইন্ডিয়া' উপস্থাপন করছি..." ৷ নির্মাতার এই ঘোষণায় উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। তবে এ সিনেমায় কে কে অভিনয় করবেন সে বিষয়ে কিছু জানাননি রাজামৌলি।

আরও পড়ুন:ভারতীয় সিনেমার ভগীরথ দাদাসাহেব ফালকের কাহিনি এবার বড় পর্দায়, নেপথ্য রাজামৌলি

ABOUT THE AUTHOR

...view details