পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Celebs on PM Modi Birthday: মোদিকে রামের সঙ্গে তুলনা কঙ্গনার, জন্মদিনের শুভেচ্ছায় দরাজ বলি তারকারা - Akshay Kumar

Celebs Wish PM Modi on his Birthday: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 73তম জন্মদিন উপলক্ষে সোশাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানালেন বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটি ৷ অক্ষয় কুমার থেকে অনুপম খের-সহ অনেকেই ভূয়সী প্রশংসাও করলেন নমোর ৷

Celebs Wish PM Modi on his Birthday
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা সেলিব্রিটিদের

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 4:33 PM IST

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর 73তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানালেন বলিউডের তারকারা ৷ সোশাল মিডিয়ায় একের পর এক পোস্টে অনেকে আবার মোদিকে বিশ্বের সবচেয়ে প্রিয় নেতা হিসেবে উল্লেখ করেছেন ৷ কঙ্গনা রানাওয়াত থেকে অক্ষয় কুমার, হেমা মালিনী-সহ বহু সেলিব্রিটি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে ৷

কঙ্গনা রানাওয়াত টুইটারে শেয়ার করা একটি বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী মোদির ভূয়সী প্রশংসা করেছেন । কঙ্গনা প্রধানমন্ত্রী মোদির তাত্পর্য বর্ণনা করে তাঁকে শুধুমাত্র প্রধানমন্ত্রী হিসেবে নয়, রামের মতো একজন ব্যক্তিত্ব হিসেবে তুলনা টেনেছেন, যিনি জাতীয় চেতনার অবিস্মরণীয় উন্মেষ ঘটিয়েছেন বলে তাঁর মত ৷

বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ অক্ষয় মোদিকে অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করে তাঁর সুস্বাস্থ্য, চিরস্থায়ী সুখ কামনা করেছেন । তাঁর বার্তায় প্রধানমন্ত্রীর নেতৃত্বকে কুর্ণিশ জানিয়েছেন অক্ষয় কুমার ৷

সানি দেওলও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান । তাঁকে 'আমাদের প্রধানমন্ত্রী' হিসাবে উল্লেখ করে সানি দেওল মঙ্গল ও সমৃদ্ধির কামনা করেছেন ৷ প্রধানমন্ত্রী মোদির স্বাস্থ্য এবং শাশ্বত সুখের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন গদর স্টার ।

আরও পড়ুন:সৌজন্যে বাধ সাধেনি আদর্শের মতভেদ, মোদির জন্মদিনে শুভেচ্ছায় ভরালেন রাহুল থেকে অভিষেক

অভিনেতা বরুণ ধাওয়ানও টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর 73তম জন্মদিনে শুভেচ্ছা জানান ৷

প্রবীণ অভিনেতা অনুপম খের প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন । এ দিকে, কিরণ খের সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করেছেন । তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে তাঁর জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে, ভারতের বিশ্বজুড়ে খ্যাতি এবং জাতির কল্যাণে উত্সর্গীকরণে ভূমিকা নেওয়ার জন্য প্রশংসা করেছেন । কিরণ খের প্রধানমন্ত্রী মোদির স্বাস্থ্য, সুখ এবং আরও অনেক গৌরবময় বছর কামনা করেছেন ।

হেমা মালিনী টুইটারে তাঁর শুভেচ্ছা শেয়ার করেছেন, প্রধানমন্ত্রী মোদিকে আধুনিক বিশ্বে একটি বিশাল ব্যক্তিত্ব এবং আলোর বাতিঘর হিসাবে বর্ণনা করেছেন । তিনি তাঁর সাহসী এবং বিজ্ঞ সিদ্ধান্তের জন্য বিশ্ব নেতাদের প্রশংসার কথা তুলে ধরেন ৷ মোদির নেতৃত্ব দেওয়ার দৃষ্টান্ত টেনে তিনি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান ।

ABOUT THE AUTHOR

...view details