হায়দরাবাদ, 16 অক্টোবর: প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা ডি আরমাস, যিনি 2015 সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় উরুগুয়ে দেশকে প্রতিনিধিত্ব করেছিলেন, 13 অক্টোবর মাত্র 26 বছর বয়সে প্রয়াত হয়েছেন ৷ দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ চালাচ্ছিলেন তিনি ৷ কেমোথেরাপি এবং রেডিওথেরাপি চিকিত্সা চলছিল তাঁর ৷ শেষ পর্যন্ত কোনও চিকিৎসাই বাঁচাতে পারল না, এই তরুণীকে ৷
শেরিকা দে আরমাসের মৃত্যুতে শোকাহত উরুগুয়ে-সহ মডেল ইন্ডাষ্ট্রি ৷ মডেলের ভাই মায়িক ডি আরমাস, সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন ৷ তিনি বলেন, "উঁচুতে উড়ো, ছোট বোন। সর্বদা এবং চিরকাল।" মিস ইউনিভার্স উরুগুয়ে 2022, কার্লা রোমেরো, শেরিকা ডি আরমাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷ তিনি জানিয়েছেন, সবচেয়ে সুন্দর এই মানুষকে হারালেন তিনি ৷
লোলা দে লস সান্তোস, মিস উরুগুয়ে 2021, ডি আরমাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ৷ তিনি আরমাসের সঙ্গে কাটানো ভালোবাসা, বন্ধুত্ব ও একে অপরের পাশে থাকার সেই দিনগুলিকে স্মরণ করেছেন। তিনি জানিয়েছেন, প্রিয় এক বন্ধুকে হারালেন ৷ খুব কম মানুষ আছেন, যাঁদের সঙ্গে কাটানো সময়গুলো কখনও ভোলা যায় না ৷ তাঁদের মধ্যে একজন ছিলেন ডি আরমাস ৷ এত কম বয়সে আরমাসের এই মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন লোলা দে লস সান্তোস ৷