পাটনা, 6 জুন: বিখ্য়াত গায়িকা নেহা সিং রাঠোর জনপ্রিয় হয়ে উঠেছিলেন তাঁর 'ইউ পি মে কাবা' গানের মধ্য় দিয়ে ৷ সেখানে তিনি তুলে ধরেছেন কৃষক আন্দোলনে মন্ত্রীর ছেলের কীর্তি থেকে শুরু করে করোনার সময় গঙ্গায় লাশ ভাসার মতো বিভিন্ন ঘটনা ৷ সম্প্রতি নতুন সংসদ ভবন এবং কুস্তীগীরদের আন্দোলনের উপরেও গান বেঁধেছেন তিনি ৷ আরও একবার গানই হয়ে উঠল প্রতিবাদের ভাষা ৷ ট্রেন দূর্ঘটনা এড়াতেই 'কবচ'-এর আবিস্কার করেছিলেন ভারতীয় বিজ্ঞানীরা ৷ সেই কবচ নিয়ে প্রচারও কম হয়নি ৷ কিন্তু করমণ্ডল এক্সপ্রেসে সেই ব্যবস্থা ছিল না বলে অভিযোগ ৷ যার জেরে এই ভয়াবহ দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার আর কোনও উপায়ই ছিল না ৷
স্বরচিত গানে এই বিষয়টিকেই তুলে ধরেছেন নেহা ৷ নাম না করে প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন ৷ তিনি লেখেন, "কবচ না রহে ট্রেন মে, দূর্ঘটনা ভইল ভারি, তোহার ক্যায়সন চৌকিদারি ৷" চৌকিদার শব্দটি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেই ব্যবহার করা হয়ে থাকে। সেই পথই বেছে নিয়ে নেহা গানের ভাষায় সোজাসুজি প্রশ্ন করলেন, "ট্রেনে কবচ নেই তাই ঘটে গেল বড় দূর্ঘটনা, এ তোমার কেমন চৌকিদারি ৷"