লস অ্যাঞ্জেলস, 11 মার্চ: সেরা বিদেশি ছবির বিভাগে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের মঞ্চে এখনও পর্যন্ত শিকে ছেঁড়েনি কোনও ভারতীয় ছবির ৷ সবচেয়ে কাছে গিয়ে শেষবার এই বিভাগে অস্কার হাতছাড়া হয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত 'লগান'-এর ৷ সালটা 2001 ৷ এরপর আর কোনও ভারতীয় ছবি ডলবি থিয়েটারে সেরা বিদেশি ছবির তালিকায় মনোনীত হয়নি ৷ তবে অস্কারের মঞ্চে সাফল্য পেয়েছেন, এমন ভারতীয়র উদাহরণ রয়েছে ভূরি ভূরি ৷
1983 'গান্ধি' চলচ্চিত্রের জন্য সেরা কসটিউম ডিজাইনার হয়ে ভারতীয় হিসেবে প্রথম অস্কার জিতেছিলেন ভানু আথাইয়া ৷ ক্রমেই সেই তালিকা দীর্ঘ করেছেন পরিচালক সত্যজিৎ রায় (1992), সঙ্গীত পরিচালক এ আর রহমান এবং রেসুল পুকুট্টি-র(2008) মত গুণীরা ৷ এঁদের মধ্যে প্রবাদপ্রতিম সত্যজিৎকে মৃত্যুশয্যায় বিশেষ সম্মানে ভূষিত করেছিল অ্যাকাডেমি ৷ সেই গুণীদের তালিকায় কি এবার যোগ হবে আরও কোনও ভারতীয়ের নাম? সুযোগ নেহাতই সীমিত, তবু আশা হারাচ্ছেন না দেশের সিনে-অনুরাগীদের ৷ আসুন জেনে নেওয়া যাক বুধবার কাকভোরে (ভারতীয় সময় ভোর সাড়ে 5টা) ডলবি থিয়েটারে অস্কার প্রদান অনুষ্ঠানে (Oscars 2023) ভারতীয় মশলা হিসেবে কী কী থাকছে; কেন অস্কারে চোখ রাখবেন ভারতীয়রা (Five reasons why Indians should watch Oscars 2023) ?
আরও পড়ুন:রামচরণ বা জুনিয়র এনটিআর নয় ! অস্কারের মঞ্চে নাতু নাতু'তে কে কোমর দোলাবে জানেন ?
1. নাতু নাতু: 2023 অস্কারের মঞ্চে ভারতের ভরসার শালগ্রাম শিলা বলতে 'নাতু নাতু' ৷ গোল্ডেন গ্লোব জয়ের 'বেস্ট অরিজিনাল সং' ক্যাটেগরিতে লড়ছে ব্লকব্লাস্টার ছবি আরআরআর-এর এই ট্র্যাক ৷