পানাজি, 26 নভেম্বর: গোয়ায় শুরু হয়ে গিয়েছে 54তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ ইউনিসেফের সঙ্গে যৌথ প্রয়াসে উল্লেখযোগ্য পাঁচটি ছবি দেখানো হবে এবারের উৎসবে ৷ শুধু তাই নয়, এই পাঁচটি ছবি অনান্য বিদেশি চলচ্চিত্র উৎসবেও স্থান পাবে বলে জানা গিয়েছে ৷
চলচ্চিত্র উৎসবের মুখপাত্র জানিয়েছেন যে চলচ্চিত্রগুলিকে বেছে নেওয়া হয়েছে সেগুলি শিশুদের শৈশবে গঠনে কার্যকরী ভূমিকা গ্রহণ করবে ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটকে তুলে ধরবে। তিনি বলেন, "এই বছর, ইউনিসেফ এবং ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (NFDC) শিশুদের অধিকারের উপর চলচ্চিত্র নির্মাণ এবং দর্শকদের মনোযোগ আকর্ষণের জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করেছে ৷" তিনি আরও জানিয়েছেন, চলচ্চিত্রে শিশু, কিশোর এবং মহিলাদের উপর হিংসার বিরুদ্ধে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে। বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়গুলিতে নজর দেওয়ার প্রচেষ্টাও ধরা পড়েছে ৷
ইউনিসেফের কমিউনিকেশন, অ্যাডভোকেসি অ্যান্ড পার্টনারশিপের প্রধান জাফরিন চৌধুরী বলেছেন যে ইউনিসেফ, গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দ্বিতীয়বার এনএফডিসি-র অংশীদার হতে পেরে খুশি ৷ যেখানে আশা করা হচ্ছে জনপ্রিয় ছবিগুলির মাধ্যমে শিশু অধিকারের স্বীকৃতির বিষয়ে ইতিবাচক দিক উঠে আসবে ৷ পাশাপাশি, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এই ধরনের উদ্যোগ গ্রহণকেও সাধুবাদ জানিয়েছেন তিনি ৷
এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ছবিগুলির মধ্যে রয়েছে রাজা সেন পরিচালিত জাতীয় পুরস্কার জয়ী 'দামু', ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহসেন সেরাজির 'ফর দ্য সেক অফ আভা', মনীশ সাইনি পরিচালিত গোল্ডেন লোটাস পুরস্কার জয়ী ও সেরা শিশু চলচ্চিত্র হিসাবে জাতীয় পুরস্কার প্রাপ্ত গুজরাতি ছবি গান্ধি অ্যান্ড কোং, সঞ্জীওয়া পুষ্পকুমারা পরিচালিত সিংহলী ছবি 'ময়ূর বিলাপ' এবং আলীরেজা মোহাম্মদী রাউজবাহানি পরিচালিত ফার্সি ছবি 'সিঙ্গো'।