পশ্চিমবঙ্গ

west bengal

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শিশুদের সেরা পাঁচ ছবি, জায়গা পেল রাজা সেনের 'দামু'

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 7:19 PM IST

IFFI in partnership with UNICEF: 54তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে বিশেষ পাঁচটি ছবি ৷ রয়েছে রাজা সেন পরিচালিত জাতীয় পুরস্কার জয়ী 'দামু' ৷ ছোটদের জন্য আর কোন কোন ছবি রয়েছে রইল ঝলক ৷

Etv Bharat
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শিশুদের জন্য ছবি

পানাজি, 26 নভেম্বর: গোয়ায় শুরু হয়ে গিয়েছে 54তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ ইউনিসেফের সঙ্গে যৌথ প্রয়াসে উল্লেখযোগ্য পাঁচটি ছবি দেখানো হবে এবারের উৎসবে ৷ শুধু তাই নয়, এই পাঁচটি ছবি অনান্য বিদেশি চলচ্চিত্র উৎসবেও স্থান পাবে বলে জানা গিয়েছে ৷

চলচ্চিত্র উৎসবের মুখপাত্র জানিয়েছেন যে চলচ্চিত্রগুলিকে বেছে নেওয়া হয়েছে সেগুলি শিশুদের শৈশবে গঠনে কার্যকরী ভূমিকা গ্রহণ করবে ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটকে তুলে ধরবে। তিনি বলেন, "এই বছর, ইউনিসেফ এবং ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (NFDC) শিশুদের অধিকারের উপর চলচ্চিত্র নির্মাণ এবং দর্শকদের মনোযোগ আকর্ষণের জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করেছে ৷" তিনি আরও জানিয়েছেন, চলচ্চিত্রে শিশু, কিশোর এবং মহিলাদের উপর হিংসার বিরুদ্ধে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে। বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়গুলিতে নজর দেওয়ার প্রচেষ্টাও ধরা পড়েছে ৷

ইউনিসেফের কমিউনিকেশন, অ্যাডভোকেসি অ্যান্ড পার্টনারশিপের প্রধান জাফরিন চৌধুরী বলেছেন যে ইউনিসেফ, গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দ্বিতীয়বার এনএফডিসি-র অংশীদার হতে পেরে খুশি ৷ যেখানে আশা করা হচ্ছে জনপ্রিয় ছবিগুলির মাধ্যমে শিশু অধিকারের স্বীকৃতির বিষয়ে ইতিবাচক দিক উঠে আসবে ৷ পাশাপাশি, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এই ধরনের উদ্যোগ গ্রহণকেও সাধুবাদ জানিয়েছেন তিনি ৷

এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ছবিগুলির মধ্যে রয়েছে রাজা সেন পরিচালিত জাতীয় পুরস্কার জয়ী 'দামু', ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহসেন সেরাজির 'ফর দ্য সেক অফ আভা', মনীশ সাইনি পরিচালিত গোল্ডেন লোটাস পুরস্কার জয়ী ও সেরা শিশু চলচ্চিত্র হিসাবে জাতীয় পুরস্কার প্রাপ্ত গুজরাতি ছবি গান্ধি অ্যান্ড কোং, সঞ্জীওয়া পুষ্পকুমারা পরিচালিত সিংহলী ছবি 'ময়ূর বিলাপ' এবং আলীরেজা মোহাম্মদী রাউজবাহানি পরিচালিত ফার্সি ছবি 'সিঙ্গো'।

ABOUT THE AUTHOR

...view details