পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

First Song of Kothamrito: মুক্তি পেল 'কথামৃত'র প্রথম গান, প্রেমে ডুব কৌশিক-অপরাজিতার - Kothamrito is Coming Soon

এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলবে নতুন ছবি 'কথামৃত'। মুক্তি পেল এই সিনেমার প্রথম গান "থেকেছি ভাবে-আড়িতে" (First Song of Kothamrito is Out Now )। আগামী 18 নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি ।

First Song of Kothamrito
মুক্তি পেল 'কথামৃত'র প্রথম গান, রোমান্টিক আবহে কৌশিক-অপরাজিতা

By

Published : Oct 31, 2022, 10:57 AM IST

কলকাতা, 31 অক্টোবর:এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলবে নতুন ছবি 'কথামৃত'(First Song of Kothamrito is Out Now )। এবার মুক্তি পেল সিনেমার প্রথম গান "থেকেছি ভাবে-আড়িতে"। পুরোপুরি প্রেমের এই গানে দেখা গেল কৌশিক গঙ্গোপাধ্য়ায় এবং অপরাজিতা আঢ্যকে । গানটি গেয়েছেন শিল্পী রুপঙ্কর বাগচি এবং অন্বেষা দত্তগুপ্ত (Rupankar Bagchi Anweshaa Dutta Gupta New Song)। সুর দিয়েছেন প্রসেন । গানের কথা লিখেছেন প্রসেনজিৎ মুখোপাধ্য়ায় ৷ আগামী 18 নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ছবি । পরিচালনায় জিৎ চক্রবর্তী ।

এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলবে নতুন ছবি 'কথামৃত'

আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার, আর এবার সামনে এল প্রথম গান (Kothamrito New Song Thekechi bhabe arite)। গল্পের প্রেক্ষাপট কিছুটা এই রকম-পাড়ার আদর্শ দম্পতি সনাতন (কৌশিক) এবং সুলেখা (অপরাজিতা)। ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার । এই ভালোবাসায় ভরা পরিবারকে পছন্দ করে এলাকার সমস্ত মানুষ । সনাতন কথা বলতে পারেন না। কিন্তু পরিচিতরা তাঁর মনের ভাব বুঝতে পারে । তবে, মনের কথা বলার জন্য সনাতন একটি পকেট ডায়েরি সবসময় সঙ্গে রাখেন । সেই ডায়েরির নাম 'কথামৃত'। গল্প কোন দিকে এগোয় তা জানতে হলে দেখে ফেলতে হবে ছবিটি ৷

আরও পড়ুন:ব্লাড ক্যানসারে আক্রান্ত সায়ন ঘোষের বোন, অনুরাগীদের সাহায্য চাইলেন অভিনেতা

ছবিতে আরও দুটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিশ্বনাথ বসু ও অদিতি চট্টোপাধ্যায় । পরিচালক জানান, এটি এক অনন্য জীবনের গল্প । মানুষের জীবনে কথা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েই এই ছবি । প্রযোজক প্রীতম জালানের প্রযোজনায় ছবিটি মুক্তি পাবে 'জালান প্রোডাকশন'-এর ব্যানারে ( Kothamrito is Coming Soon)।

ABOUT THE AUTHOR

...view details