কলকাতা, 17 এপ্রিল: 'মাদার টেরেসা অ্যান্ড মি' - তিনজন অসাধারণ নারীর একটি শক্তিশালী গল্প । যাদের জীবন আশা, করুণা এবং ভালোবাসায় মুড়ে রয়েছে । নির্মাতারা আজ, সোমবার 'মাদার টেরেসা অ্যান্ড মি'-র প্রথম পোস্টার প্রকাশ করলেন । ছবিটির পোস্টার লঞ্চ হওয়া মাত্রই এটি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে ।
বলাই বাহুল্য মাদার টেরেসাকে ঘিরে মানবজাতির আবেগের অন্ত নেই । এই ছবিটি ভারতে মাদার টেরেসার অবদানের শুরুর দিকের কথা মনে করাবে বলে জানা গিয়েছে (1940 এর দশকের মাঝামাঝি থেকে)। ছবিটি ইংরেজি এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে । আপাতত প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে এই ছবি ৷ এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বনিতা সান্ধু । তিনি পঞ্জাবি বংশোদ্ভূত একজন ব্রিটিশ অভিনেত্রী । যিনি 11 বছর বয়সে তাঁর কর্মজীবন শুরু করেন । সুজিত সরকারের 'অক্টোবর' ছবিতে (2018) তাঁর আত্মপ্রকাশ ঘটে । তাঁর চরিত্রের নাম কবিতা ।
নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "চরিত্রটি আমার কাছে প্রথমে কঠিন লেগেছিল । আমরা রিহার্সালে অনেক পরিশ্রম করেছি । ফলে পরে আর অসুবিধা হয়নি ।" মাদার টেরেসার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফিটচি-কর্নাজ । তিনি কমল মুসলে, রিচার্ড ফ্রিটচি এবং থিয়েরি ক্যাগিয়ানটের সঙ্গে এই ছবির প্রযোজনাও করেছেন । গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপ্তি নাভাল । রয়েছেন বিক্রম কোচার, ব্রায়ান লরেন্স, হীর কৌর, কেভিন মেইনস, লিনা বৈশ্য, শোবু কাপুর, মাহি আলি খান, ফেইথ নাইট এবং জ্যাক গর্ডন প্রমুখ ।