কলকাতা, 25 মে: স্প্যানিস ছবি 'জুলিয়াস আইজ' (Julia's Eyes)-এর থেকে অনুপ্রাণিত বাংলা ছবি 'অন্তরদৃষ্টি'র'। এই ছবির পরিচালনায় কবীর লাল ।
সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে হাজির হল ছবির ফার্স্ট লুক । হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta in Antardrishti), শন বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রজিৎ চক্রবর্তী, সান্ত্বনা বসু, ছবির পরিচালক কবীর লাল-সহ আরও অনেকে (Bengali film Antardrishti)।
উল্লেখ্য, রিভেঞ্জ থ্রিলারধর্মী এই ছবিটি বাংলার পাশাপাশি মারাঠি, তেলুগু এবং কন্নড় ভাষাতেও দেখানো হবে । গল্প আবর্তিত হয় এক অন্ধ মেয়ে ও তার বোনকে কেন্দ্রে রেখে । দুই বোনের নিবিড় সম্পর্ক খুব সুন্দর ভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে এই ছবিতে । এক বোন তার অন্য বোনের মৃত্যুর প্রতিশোধ কীভাবে নেবে সেই নিয়েই এগোবে ছবির গল্প । রঙ্গনা ও কঙ্গনা অর্থাৎ দিদি ও বোনের দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । কঙ্গনা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী । তার দিদির মৃত্যু কি আত্মহত্যার কারণে ? নাকি খুন করা হয়েছে তাকে ? রহস্য ঘনীভূত হয় এই প্রশ্ন সামনে রেখেই ।