পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Poonam Pandey: অভিনেত্রী পুনম পাণ্ডের বাড়িতে আগুন, কেমন আছেন নায়িকা? - অভিনেত্রী পুনম পাণ্ডের বাড়িতে আগুন

Fire in Poonam Pandey House: অভিনেত্রী পুনম পাণ্ডের বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে শোরগোল সোশালে ৷ পুনম নিজেই শেয়ার করলেন তাঁর ঘরের একটি ভিডিয়ো ৷ সৌভাগ্যবশত অভিনেত্রীর কোনও ক্ষতি হয়নি ৷

Poonam Pandey
অভিনেত্রীর বাড়িতে আগুন

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 2:08 PM IST

মুম্বই, 16 সেপ্টেম্বর:বলিউডের হট ডিভা হিসাবে পরিচিত অভিনেত্রী পুনম পাণ্ডের বাড়িতে আগুন ৷ সম্প্রতি সোশালে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে আগুনে বেশ ক্ষতিগ্রস্ত পুনমের ফ্ল্যাটটি ৷ খবর অনুযায়ী, আগুন দেখে ছুটে আসেন সোসাইটিরই এক যুবক ৷ তিনি আগুন নেভানোর উদ্যোগ নেন ৷ স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনার খবর আসার পর পুনমকে নিয়ে আশঙ্কিত হয়ে পড়েন তাঁর ভক্তরা ৷ তবে আশঙ্কার কোনও কারণ নেই ৷ বাড়ির ক্ষতি হলেও অভিনেত্রী পুরোপুরি সুস্থই রয়েছেন ৷ সম্প্রতি সোশালে একটি ভিডিয়ো বার্তাও দিয়েছেন তিনি ৷

জানা গিয়েছে মুম্বইয়ের এই বহুতলে আগুন লাগার সময় ঘটনাস্থলে ছিলেন না পুনম ৷ তাই তাঁর কোনও ক্ষতি হয়নি ৷ তবে তাঁর পোষ্য সিজার (অভিনেত্রী প্রিয় কুকুর) আটকে ছিল ঘরের ভিতরেই ৷ অবশ্য তারও কোনও ক্ষতি হয়নি ৷ তাকে সঠিক সময়েই উদ্ধার করা গিয়েছে ৷ ফলতো কারোরই কোনও ক্ষতি হয়নি ৷

আগুন লাগার ঘটনার পর ভিডিয়ো শেয়ার করলেন পুনম

শুক্রবার রাতে একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "আপনাদের অনেক ধন্যবাদ ৷ প্রচুর মানুষ ফোন করেছেন ৷ জানতে চেয়েছেন আমি কেমন আছি ৷ আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি ৷ আর আমার সন্তানও (পোষ্য কুকুরটিকে এতটাই ভালোবাসেন নায়িকা) ভালো আছে ৷" আরও একটি ভিডিয়ো এদিন তাঁর ইনস্টা স্টোরিতে শেয়ার করেন নায়িকা ৷ যেখানে দেখা যায় এসি থেকে ঘরের দেওয়ালের বিভিন্ন অংশ পুড়ে ঝলসে গিয়েছে ৷

আরও পড়ুন:'বাবার সঙ্গে দেখা হলে বোলো ভালো আছি', অভিনেতা সমীর মুখোপাধ্যয়ের প্রয়াণে শোকবার্তা শ্রীলেখার

যদিও কী কারণে আগুন লাগে তা এখনও সামনে আসেনি ৷ তবে এই ধরনের বহুতলের ক্ষেত্রে অনেকসময় শর্টসার্কিট-এর সমস্যা দেখা দেয় ৷ তবে এর পিছনে অন্য় কোনও রহস্য় রয়েছে কি না তা এখন খতিয়ে দেখছেন ফায়ার ডিপার্টমেন্টের আধিকারিকরা ৷ আসল কারণ জানা যাবে পুরো বিষয়টি খতিয়ে দেখার পরেই ৷

ABOUT THE AUTHOR

...view details