পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Padatik In LIFF: বিদেশি উৎসবে প্রিমিয়ার সৃজিত-চঞ্চলের 'পদাতিক' ছবির, উচ্ছ্বসিত প্রযোজক - সৃজিত মুখোপাধ্যায়ের একাধিক কাজ

'দশম অবতার' এবং 'দূর্গ রহস্য' নজর কাড়ছে বাংলা জুড়ে ৷ এরই মাঝে এবার বিদেশের মাটিতে প্রদর্শিত হতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'পদাতিক' ৷ লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত ছবির প্রযোজক ফিরদৌসাল হাসান ৷

Padatik In LIFF
বিদেশি উৎসবে সৃজিত চঞ্চলের পদাতিক

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 9:30 PM IST

কলকাতা, 24 অক্টোবর:পুজোয় মুক্তি পেয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের একাধিক কাজ ৷ ওটিটিতে মুক্তি পেয়েছে 'দূর্গ রহস্য' সিরিজটি ৷ আবার অন্যদিকে প্রেক্ষাগৃহে এই মুহূর্তে রাজ করছে প্রবীর রায় চৌধুরী এবং বিজয় পোদ্দার ৷ হ্যাঁ ঠিকই ধরেছেন 'দশম অবতার' ছবিটিও দর্শকের প্রশংসা কুড়িয়েছে ৷ আর মঙ্গলবার এল একটি নতুন খবর ৷ জানা গেল লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের সুযোগ পেতে চলেছে তাঁর নতুন ছবি 'পদাতিক' ৷ ছবির প্রযোজক ফিরদৌসাল হাসান শেয়ার করেছেন খবরটি ৷

'পদাতিক' ছবির একটি পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, "কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জীবন নিয়ে তৈরি ছবি 'পদাতিক' বিখ্যাত লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে ৷ এই খবর আপনাদের জানাতে পেরে গর্বিত বোধ করছি ৷ রঙ্গিত স্ট্রিট সিনেমা-য় আগামী 4 নভেম্বর সন্ধ্যা 7.45 মিনিটে দেখানো হবে ছবিটি ৷"

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য সৃজিত বেছে নিয়েছেন চঞ্চল চৌধুরীকে ৷ বাংলাদেশের এই বিখ্যাত অভিনেতা ইতিমধ্যেই ভারতেও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন ৷ তাঁর 'হাওয়া' ছবিটি তো এপার বাংলাতেও বেশ মন জয় করেছে ৷ এছাড়া 'কারাগার'-এর মতো সিরিজের কারণেও তিনি এখন পরিচিত মুখ ৷ মৃণালের চরিত্রের জন্য তাঁকেই বেছে নিয়েছেন সৃজিত ৷ ছবিতে মৃণালের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন মনামী ঘোষ ৷ এছাড়া ছবিতে যুবক মৃণালের চরিত্রে দেখা যাবে কোরক সামন্তকে ৷

আরও পড়ুন:বাজল বিদায়ের সুর, বরণ আর সিঁদুর খেলায় মাতলেন মিমি ঋতাভরীরা

জানা গিয়েছে, লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে আগামী 25 অক্টোবর ৷ উৎসবে সুযোগ পেয়েছে অনুরাগ কাশ্যপের 'কেনেডি'র মতো ছবিও ৷ এছাড়া থাকবে 'জোরাম' , 'বার্লিন'-এর মতো ছবিগুলি ৷ আগামী 4 নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব ৷ এখন বিদেশে অনুরাগীদের নজর কতখানি কাড়তে পারে সৃজিত-চঞ্চল জুটি সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details