লখনউ, 2 মার্চ: রেড চিলিজ এন্টারটেইমেন্টের অন্যতম কর্ণধার তথা বলিউডের বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের হল (FIR Lodges Against Shah Rukh Khans Wife Gauri Khan in Lucknow) ৷ লখনউয়ে গৌরীর বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ দায়ের করেছেন মুম্বই নিবাসী যশবন্ত শাহ ৷ অভিযোগ গৌরি যে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, সেই কোম্পানিকে 86 লক্ষ টাকা দেওয়ার পরেও যশবন্ত তাঁর ফ্ল্যাট সময় পেরিয়ে যাওয়ার পরেও হাতে পাননি ৷ লখনউয়ের সুশান্ত গল্ফ সিটি এলাকায় তুলসিয়ানি গল্ফ ভিউতে সেই ফ্ল্যাট কিনেছিলেন অভিযোগকারী ৷
গৌরী বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 409 ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ অর্থাৎ, বিশ্বাস ভঙ্গের অভিযোগ দায়ের করেছেন মুম্বই নিবাসী জশবন্ত শাহ ৷ গৌরী ছাড়াও তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভলপমেন্ট লিমিটেড সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি ৷ সংস্থার চিফ ম্যানেজিং ডিরেক্টর অনিল কুমার তুলসিয়ানি এবং ডিরেক্টর মহেশ তুলসিয়ানির বিরুদ্ধেও এফআইআর করেছেন ওই ব্যক্তি ৷ সেই অভিযোগে তিনি দাবি করেছেন, অ্যাম্বাসাডর গৌরী খানের দ্বারা প্রভাবিত হয়ে তিনি এই ফ্ল্যাট কিনেছিলেন ৷