মুম্বই, 20 জুন:15 বছরেরও বেশি সময় ধরে দর্শকের মনোরঞ্জন করেছে হিন্দি ধারাবাহিক 'তারক মেহতা কা উলটা চশমা' ৷ ছোট ছোট গল্পের মালা নিয়ে হাজির হওয়া এই ধারাবাহিক পছন্দ করেছেন আট থেকে আশি সকলেই ৷ গোকুলধাম সোসাইটি হয়ে উঠেছে অনুরাগীদের পরিবার ৷ কিন্তু এবার বিতর্কের ঘেরাটোপে এই ধারাবাহিক ৷ ধারাবাহিকের প্রযোজক অসিত মোদি, অপারেশন হেড সোহেল রামানি এবং এক্সিকিউটিভ প্রোডিউসার যতীন বাজাজের বিরুদ্ধে এবার দায়ের হল এফআইআর ৷
প্রযোজক এবং এই দু'জন ব্যক্তির বিরুদ্ধে ধারাবাহিকেরই এক অভিনেত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে ৷ সেই অভিযোগেই 354 এবং 509 ধারায় এফআইআর দায়ের করা হয়েছে মুম্বই পুলিশের কাছে ৷ যদিও কাউকেই এখনও গ্রেফতার করা হয়নি ৷ তবে খবর অনুযায়ী অভিনেত্রীর জবানবন্দিও নাকি নিয়েছে পুলিশ ৷
গতমাসেই ধারাবাহিকের এক অভিনেত্রী অভিযোগ দায়ের করেন অসিত মোদি এবং ধারাবাহিকের অন্য দুই সদস্য়ের বিরুদ্ধে ৷ এর আগে পুলিশের তরফে জানানো হয়েছিল, "অসিত মোদি এবং ধারাবাহিকের অন্য দুই সদস্যের বিরুদ্ধে তোলা অভিনেত্রীর যৌন হেনস্তার অভিযোগের জবানবন্দি নিয়েছে পোওয়াই পুলিশ ৷ অসিত মোদির বক্তব্য জানতে তাঁকেও সমন পাঠানো হবে ৷"
আরও পড়ুন:বাঙালি সাজে রণবীরের সঙ্গে ভাব জমালেন আলিয়া, হাজির 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র টিজার
অসিত মোদি অবশ্য় এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি, "আমাকে এবং আমার শো'য়ের সম্মানহানি করতে ওই অভিনেত্রী যেভাবে অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব ৷ ওর কাজ চলে যাওয়ার পর থেকেই উনি এইসব ভিত্তিহীন অভিযোগ তুলেছেন ৷ " অন্যদিকে সোহেল এবং যতীনও অভিনেত্রীর দাবিকে অস্বীকার করেছেন ৷ তাঁরা এও অভিযোগ তোলেন, অভিনেত্রীর ব্যবহার অত্য়ন্ত খারাপ ছিল তিনি অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন ৷ তিনি নাকি এমনভাবে গাড়ি চালাতেন যে সামনে কে রয়েছে তাও দেখতেন না ৷ তাঁর এই খারাপ ব্যবহারের জন্যই তাঁর চুক্তি বাতিল করে দেওয়া হয় ৷