কলকাতা, 18 ফেব্রুয়ারি: আজ মহা শিবরাত্রি ৷ দেবাদিদেবের ভক্তরা সারাদিন উপবাস রেখে পুজোয় অংশ নেবেন সন্ধ্যাবেলায় ৷ দেবাদিদেব মহাদেবের প্রতি ভক্তদের এই ভক্তির কাহিনি বারবার উঠে এসেছে রূপোলি পর্দায় ৷ নানা ভাবে উঠে এসেছে তীর্থস্থানের ভ্রমণের ঘটনা ৷ আসলে সিনেমায় নির্মাতারা তুলে ধরেন সমাজের ছবি ৷ সেখানে সমাজের নানা মান্যতা, সংস্কার সমস্তটাই উঠে আসে ৷ আর সাহিত্য হোক বা শিল্প ধর্মীয় কাহিনি বারংবার জায়গা করে নিয়েছে কলমে-তুলিতে-ক্যামেরায় ৷ আজ মহা শিবরাত্রির এই পূন্যতিথিতে আসুন স্মরণ করা যাক এমন কিছু ছবির কথা যেখানে ফুটে উঠেছে ভগবানের শিবের প্রতি ভক্তি ও বিশ্বাসের কাহিনি (Films to Watch on Shivratri ) ৷
বাবা তারকনাথ:
সন্ধ্যা রায়ের একটি ইতিহাস তৈরি করা ছবি এই 'বাবা তারকনাথ' ৷ মহা শিবরাত্রির আর টেলিভিশনের পর্দায় এই ছবি। একসময় ছিল একেবারে 'ম্যাচ মেড ইন হেভেন' ৷ ধর্মীয় এই ছবিতে ফুটে ওঠে ভগবানের প্রতি এক ভক্তের বিশ্বাস এবং ভক্তির কাহিনি ৷ খালি পায়ে বাঁক নিয়ে এগিয়ে চলা সন্ধ্যা রায় অর্থাৎ পর্দার সুধাকে তখন তাঁদেরই একজন ভেবে নিয়েছিলেন বাংলার বহু মা, কাকিমারা ৷ ছবির পরিচালক অর্ধেন্দু চট্টোপাধ্য়ায় ৷ বিশ্বজিৎ চট্টোপাধ্য়ায়, অনুপ কুমারের মতো পরিচিত অভিনেতদেরও দেখা গিয়েছিল পর্দায় ৷
জয় বাবা ভোলেনাথ:
সন্ধ্যা রায় পরবর্তী ক্ষেত্রে বাংলা সিনেমার অন্যতম পরিচিত মুখ রচনা বন্দোপাধ্যায় ৷ রামধনু থেকে একাধিক অন্য ধরনের ছবিতে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী ৷ তবে গ্রাম বাংলার অনেকেই তাঁকে আজও মনে রাখেন জয় বাবা ভোলেনাথ ছবির জন্য় ৷ ছবির পরিচালক ছিলেন বাবু রায় ৷ জ্যাকি শ্রফ এবং অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন রচনা ৷ 2010 সালে মুক্তি পাওয়া এই ছবিটি আজও সমান জনপ্রিয় ৷