কলকাতা, 5 সেপ্টেম্বর: প্রতি বছর 5 সেপ্টেম্বর দিনটি পালিত হয় শিক্ষক দিবস হিসেবে ৷ 1888 সালের এই বিশেষ দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ৷ তাঁর জন্মদিনে পালিত হয় শিক্ষক দিবস। আজ পুরোনো প্রিয় শিক্ষকদের কথা মনে পড়ে যায় ৷ কাজের ফাঁকে দেখে নিন এমন কিছু ছবি যা ছাত্র-শিক্ষক সম্পর্ককে পৌঁছে দিয়েছে অন্য স্তরে ৷
তারে জমিন পর:এক্ষেত্রে প্রথমেই মনে আসে আমির খান আর দর্শিল সাফারির অনবদ্য ছবিটির কথা ৷ ডিস্লেক্সিয়ায় আক্রান্ত এক ছাত্রকে নিয়ে তৈরি ছবিটি ৷ ছাত্রটির বাবা, মা বা স্কুল কেউই বুঝতে পারে না তার সমস্যার কথা ৷ সকলেই ভাবে সে পড়াশুনোয় ফাঁকি দেওয়ার চেষ্টা করছে ৷ মারের ভয় দেখিয়ে তাকে ক্রমশ কোণঠাসা করে দেওয়া হয় ৷ পাঠিয়ে দেওয়া হয় হোস্টেলে ৷ এখানেই তার সঙ্গে রাম শঙ্কর নিকুম্ভ নামে এক শিক্ষকের আলাপ হয় ৷ সে বদলে দেয় এই ছাত্রটির জীবন ৷ আজও আমির খান ও অমল গুপ্তে পরিচালিত এই ছবিকে বলিউডের অন্য়তম সেরা কাজ বলে গন্য করেন অনেকেই ৷
ইকবাল:নাসিরউদ্দিন শাহ এবং শ্রেয়াস তলপাড়ের এই ছবির পরিচালাক নাগেশ কুকুনুর ৷ জাতীয় পুরস্কার জেতা ছবিতে তুলে ধরা হয়েছে এক বোলারের কথা ৷ ইকবাল নামের সেই ছেলেটি কথা বলতে পারে না ৷ তবে ক্রিকেট তার জীবন। সে চায় ভারতের নীল জার্সি গায়ে চাপাতে ৷ তাঁর সঙ্গী হয়ে ওঠেন কোচ মোহিত মিশ্র ৷ মদ্যপ এই প্রাক্তন ক্রিকেটারের জীবন বদলে যায় ইকবালের সান্নিধ্যে এসে ৷ গুরু শিষ্যের বন্ধনের এক সুন্দর দৃষ্টান্ত এই ছবিটি ৷
ব্ল্যাক: অন্ধ মুক ও বধির লেখিকা হেলেন কেলারকে জীবন অনুভব করার দৃষ্টি দিয়েছিলেন তাঁর শিক্ষক ৷ এমনই এক কাহিনি নিয়ে তৈরি রানি মুখোপাধ্যায়ের 'ব্ল্যাক' ছবিটি ৷ শিক্ষকের ভূমিকায় এই ছবিতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে ৷ এই ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালি ৷