পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Films Based on Netaji: সংগ্রাম থেকে অন্তর্ধান, একাধিকবার বড় পর্দায় ফিরেছেন নেতাজি - সুভাষ বারবার বিষয় হয়েছেন রূপোলি পর্দায়

'সুভাষ ঘরে ফেরে নাই' ঠিকই তবে নেতাজির সংগ্রামের কাহিনি বারবার পরিচালকদের নিয়ে গিয়েছে তাঁর জীবনের অন্দর মহলে ৷ 1955 সাল থেকে আজ পর্যন্ত বারবার এই বীর বাঙালির কাহিনি তুলে ধরার চেষ্টা হয়েছে রূপোলি পর্দায় ৷ তাঁর এই জন্মবার্ষিকীতে আপনিও দেখে ফেলতে পারেন এই ছবিগুলি (Films Based on Netaji)৷

Films Based on Netaji Subhas Chanda Bose Life Story
সুভাষ বারবার বিষয় হয়েছেন রূপোলি পর্দায়

By

Published : Jan 23, 2023, 10:53 AM IST

Updated : Jan 23, 2023, 11:00 AM IST

কলকাতা, 23 জানুয়ারি: নেতাজি সুভাষ চন্দ্র বসু, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে চর্চার ক্ষেত্রে যাঁর পরিচয় হিসাবে নামটুকুই যথেষ্ট ৷ সারা জীবনই এই বীর বাঙালি কাটিয়েছেন লড়াই করে ( Birthday of Netaji Subhas Chanda Bose)৷ একটা গোটা উৎসর্গ করেছিলেন দেশ মাতৃকার নামে ৷ ভারতের স্বাধীনতা সংগ্রাম যাঁর হাত ধরে পেয়েছিল নতুন দিশা ৷ জন্ম কটক হলেও এই মানুষটির বেড়ে ওঠা কলকাতায় ৷ সে বড় কঠিন সময় । আর তাঁর কর্মক্ষেত্র? সত্যিই তাঁর কর্মক্ষেত্র সারাবিশ্ব ৷ এই বিপ্লবীর জীবনের নানান গল্প বারবার উঠে এসেছে বড়পর্দায় ৷ তা সে তাঁর আজাদ হিন্দ বাহিনি গঠনের ইতিহাস এবং ইম্ফল, মনিপুর ছিনিয়ে নেওয়ার গল্পই হোক কিংবা তাঁর রহস্যমৃত্যু এবং মৃত্যু সংক্রান্ত বিতর্ক ৷ আজ এই প্রিয় বাঙালির জন্মদিনে ফিরে দেখা এমনই কিছু ছবি যা আপনাকে মনে করিয়ে দেবে নেতাজির জীবনের বিভিন্ন পর্ব (Films Based on Netaji Subhas Chanda Bose Life Story)৷

সমাধি(1955):রমেশ সায়গল পরিচালিত এই ছবিতে উঠে এসেছে নেতাজির সংগ্রামী জীবনের ঝলক ৷ ছবিতে অভিনয় করেছিলেন অশোক কুমার, নলিনী জয়ন্ত, শ্য়াম কুলদীপ-সহ আরও অনেকে ৷ নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে বিতর্ক তখনও ভালোভাবেই বর্তমান ৷ ভারতের স্বাধীনতার মাত্র 8 বছরের মধ্য়েই তৈরি হয় সুভাষচন্দ্রের জীবনী মূলক এই ছবিটি ৷

সুভাষচন্দ্র(1966): সুভাষ চন্দ্র বসুর জীবনী নিয়ে বাংলায় এই ছবিটি করেছিলেন পরিচালক পীযূষ বসু ৷ নেতাজির নেতাজি হয়ে ওঠার কাহিনির ওপরেই তৈরি হয়েছে এই ছবির গল্প ৷ তাঁর জীবনে বিবেকানন্দের অনুপ্রেরণা, সত্যের জন্য় প্রতি মুহূর্তে লড়াই থেকে কারাবাস সমস্তটাই সুন্দরভাবে তুলে ধরে এই ছবি ৷ এই ছবিতে অভিনয় করেছিলেন অজিত কুমার বন্দোপাধ্যায় ৷ ছবির সুরকার ছিলেন অপরেশ লাহিড়ি ৷

নেতাজি সুভাষ চন্দ্র বোস: দ্য ফরগটেন হিরো(2004):পরিচালক শ্যাম বেনেগলের হাত ধরে তৈরি এই ছবিটি সুভাষ চন্দ্রের জীবন নিয়ে তৈরি সবচেয়ে জনপ্রিয় ছবিগুলির একটি ৷ ছবিতে সুভাষ চন্দ্র বসুর ভূমিকায় অভিনয় করেছিলেন সচিন খেড়কর ৷ নেতাজির মহাত্মা গান্ধির সঙ্গে মতানৈক্য, দেশ ছেড়ে বিদেশ যাত্রা, আজাদ হিন্দ বাহিনির দায়িত্ব গ্রহণের বিভিন্ন ঘটানা এই ছবিতে দেখানো হয়েছে ৷ সর্বপরি তাঁর দেশের জন্য় লড়াইয়ের কাহিনিকে প্রামাণ্য় ইতিহাসের ভিত্তিতে সুন্দরভাবে তুলে ধরে এই ছবি ৷

বোস ডেড অর অ্যালাইভ(2017): 'সুভাষকে ধরা শক্ত' এই ওয়েব সিরিজের মূল গানের লাইন ছিল এটাই ৷ নেতাজি গবেষক অনুজ ধরের 'ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ' বইয়ের ভিত্তিতে তৈরি এই সিরিজে নেতাজির ভূমিকায় অভিনয় করেছিলেন রাজকুমার রাও ৷ এই সিরিজে তুলে ধরা হয়েছে নেতাজি ব্যক্তিজীবন ৷ এখানে তিনি দুঃসাহসী, যে কোনও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সর্বদা তৎপর ৷ তা সে প্রফেসর ওটেনকে চড় মারার ঘটনাই হোক বা পুলিশের চোখে ধুলো দিয়ে বিদেশ পলায়ন ৷ তাঁর বিমান দূর্ঘটনায় মৃত্যুর যে সংবাদ প্রচলিত তা নিয়েও প্রশ্ন তুলে দেয় এই সিরিজ ৷

গুমনামি (2019): নেতাজির জীবন নিয়ে তৈরি সাম্প্রতিক কালের সবচেয়ে বিতর্কিত ছবি 'গুমনামি' ৷ নেতাজির মৃত্যু রহস্যের জন্য় তৈরি তদন্ত কমিশনের কাহিনি তো বটেই সর্বপরি এই ছবিতে উঠে এসেছে একজন নেতাজি গবেষকের গল্প ৷ যিনি নেতাজি নিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখতে পান তাঁর মৃত্যুর যে কাহিনি সামনে আসে তাতে বেশকিছু ফাঁকি রয়েছে ৷ নেতাজি গবেষক চন্দ্রচূড় ঘোষের সঙ্গে এই গবেষকের কিছু মিল খুঁজে পান অনেকেই ৷ নেতাজি চরিত্রে ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ৷ এই ছবিতে নেতাজির মৃত্যু সংক্রান্ত রহস্য়ে বেশকিছু সম্ভবনার কথা উল্লেখ করা হয়েছে ৷ সেখানে একদিকে যেমন রয়েছে তাঁর বিমান দূর্ঘটনা থেকে মুক্তি পেয়ে রাশিয়া পলায়নের কাহিনি তেমনই রয়েছে তথাকথিত গুমনামি বাবার কাহিনি ৷

আরও পড়ুন:'সুপারফ্যান' ইমরানের মুখোমুখি 'সুপারস্টার' অক্ষয়, মুক্তি পেল সেলফি'র ট্রেলার

Last Updated : Jan 23, 2023, 11:00 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details