হায়দরাবাদ, 11 মে: বিনোদনের দুনিয়ার তুফান আসতে চলেছে শুক্রবার ৷ একইসঙ্গে পর্দায় আসছেন আবির-ঋতাভরী, সোনাক্ষী-বিজয়, নাগা চৈতন্য থেকে শুরু করে নিক-প্রিয়াঙ্কারা ৷ সিনে অনুরাগীদের জন্য 'কোনটা ছেড়ে কোনটা দেখি' তা ঠিক করাই মুশকিল হতে চলেছে ৷ শুধু সিনেমা হল নয় ওটিটিতেও 12 মে রিলিজ করতে চলেছে বেশকিছু আলোচিত প্রজেক্ট ৷ যার জেরে এই উইকএন্ডটা সিনেমা হল বা বিঞ্জ ওয়াচ-এর জন্য যে একেবারে আদর্শ হতে চলেছে তা নিয়ে কোনও দ্বিমত নেই ৷ আসুন দেখে নেওয়া যাক শুক্রবার পর্দায় আসছেন কোন কোন তারকা ?
দাহাড়:রিমা কাগাতি পরিচালিত এই থ্রিলার সিরিজে লেডি দাবাং রোলেই দেখা যাবে শত্রুঘ্ন কন্য়াকে ৷ এই সিরিজের হাত ধরেই ওটিটিতে পা রাখছেন সোনাক্ষী ৷ 27 জন নারীর রহস্যমৃত্য়ুর তদন্তের দায়িত্ব সামলাবেন ৷ কীভাবে তিনি এই প্যাঁচালো রহস্য়ের জট খুলে অপরাধীর পাকড়াও করেন সেটাই দেখার ৷ সিরিজটি আসতে চলেছে আমাজন প্রাইম ভিডিয়ো-তে ৷ এই প্রজেক্টে তাঁর সঙ্গে দেখা যাবে বিজয় বর্মা এবং গুলশন দেভাইয়াকেও ৷
আইবি 71: স্পাই থ্রিলার যদি আপনার পছন্দের বিষয় হয় তাহলে শুক্রবার অবশ্য়ই হলে গিয়ে দেখে ফেলতে হবে 'আইবি 71' ৷ ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিকায় তৈরি এক আইবি এজেন্টের কাহিনি এই ছবিতে তুলে ধরবেন অ্য়াকশন হিরো বিদ্য়ুৎ জামওয়াল ৷ সঙ্গে থাকছেন অনুপম খেরও । তাই পরতে পরতে রহস্য আর অ্যাকশনে ভরপুর এই ছবি আপনার মেজাজ ভালো করে দেওয়ার জন্য় যথেষ্ট ।