পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Films on Friendship: 'ওপেন টি বায়োস্কোপ' থেকে 'থ্রি ইডিয়টস', রূপোলি পর্দায় ফিরে ফিরে এসেছে বন্ধুত্ব - বন্ধুদের কথা তুলে ধরেছে যে সব ছবি

বন্ধুত্বের গল্প বারবার উঠে এসেছে রূপোলি পর্দায় ৷ আসুন দেখে নেওয়া যাক, হিন্দি বাংলা এমন কিছু ছবি যা আপনাকে মনে করিয়ে দেবে পুরোনো বন্ধুদের কথা ৷

Films on Friendship
বন্ধুদের কথা তুলে ধরেছে যে সব ছবি

By

Published : Jun 7, 2023, 10:57 AM IST

Updated : Jun 7, 2023, 11:09 AM IST

হায়দরাবাদ, 7 জুন:বন্ধুত্ব সবচেয়ে বড় উপহারগুলোর একটি ৷ বন্ধু এমনই এক মানুষ যার কাছ থেকে গোপন করার কিছু নেই । বন্ধুর সঙ্গে সুখ-দু:খ ভাগ করে নেওয়া যায় সহজেই। খুনসুটির সুযোগও ছাড়া যায় না। এগরোল কিংবা আইসক্রিমে একা একা খেতে গেলেই চট করে মনে পড়ে যায় বন্ধুর কথা ৷ সিনেমায় ফিরে ফিরে এসেছে বন্ধুত্বের গল্প। বলিউড থেকে টলিউডে এমন বহু ছবি তৈরি হয়েছে যা বন্ধুদের সঙ্গে বসে বারবার দেখা যায় ৷

থ্রি ইডিয়টস
  • থ্রি ইডিয়টস:সালটা ছিল 2009 ৷ আমির খান, শরমন যোশি, করিনা কাপুর এবং আর মাধবন অভিনীত এই ছবি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল দর্শকমহলে ৷ রাজকুমার হিরানীর এই ছবি তুলে ধরে একটি ইঞ্জানিয়ারিং কলেজ এবং তার হোস্টেলের গল্প ৷ সেখানেই আলাপ ব়্যাঞ্চো, ফরহান এবং রাজুর ৷ তারপর কীভাবে তাদের জীবনের গল্প এগিয়ে চলে সেই কাহিনিই তুলে ধরে এই ছবি ৷ এক প্রকৃত বন্ধু কীভাবে আরও দু'জনের জীবনে আমুল বদলে দিতে পারে-এই ছবি তারই প্রমাণ।
    ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি
  • ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি:অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটিও জীবনের গুরুত্বপূর্ণ কিছু দিককে তুলে ধরে ৷ পাশাপাশি অবশ্য়ই জীবনে বন্ধুত্ব কতটা গুরুত্বপূর্ণ সেই গল্পও বলে ৷ সম্প্রতি এক দশক পার হয়ে গিয়েছে এই ছবির ৷ তবু আজও রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, কলকি কোচয়েনের নাম এলেই মনে পড়়ে যায় এই ছবির কথা ৷
    ওপেন টি বায়োস্কোপ
  • ওপেন টি বায়োস্কোপ:দু'টি হিন্দি ছবির পাশাপাশি এবার আসুন একটি বাংলা ছবির কথা হোক ৷ বন্ধুত্বের কথা বললে যে ছবিটির কথা অবশ্য়ই প্রথমে আসবে তা হল 'ওপেন টি বায়োস্কোপ' ৷ ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্য়ায়, সুরঙ্গনা বন্দোপাধ্য়ায় অভিনীত এই ছবি তুলে স্কুল জীবনের অসামান্য এক বন্ধুত্বের গল্প ৷ কৈশোরের সঙ্গে প্রথম পরিচয়ের সেই দিনগুলিতে আবার ফিরিয়ে দেয় এই ছবি ৷
    জিন্দেগি না মিলেগি দোবারা
  • জিন্দেগি না মিলেগি দোবারা:জোয়া আখতার পরিচালিত 'জিন্দেগি না মিলেগি দোবারা' তুলে ধরে বন্ধুত্বের উদযাপনের এক কাহিনি ৷ একটি রোড ট্রিপ কীভাবে বদলে দেয় চার বন্ধুর জীবন তা উঠে আসে এই ছবিতে ৷ ক্যাটরিনা কাইফ, অভয় দেওল, হৃতিক রোশন এবং ফরহান আখতার অভিনীত এই ছবিটি আপনাকে দেখতেই হবে বন্ধুত্বের গভীরতাকে বুঝতে ৷
  • লোডশেডিং:ঋদ্ধি সেন আর সুরঙ্গনা বন্দোপাধ্য়ায়ের এই ছবি তুলে ধরে স্কুল জীবনের প্রথম প্রেমের কাহিনি ৷ কোচিং থেকে ফেরার সময় তার জন্য় অপেক্ষার সেই দিনগুলি কিংবা স্কুলের সরস্বতী পুজোর মুহূর্ত... এক কথায় এই ছবি নয়ের দশকের ছেলে মেয়েদের জন্য 'মেমোরি বাইলেন' বললেও ভুল বলা হয় না ৷
    তিন ইয়ারি কথা
  • তিন ইয়ারি কথা:পরমব্রত চট্টোপাধ্য়ায়, সুজন মুখোপাধ্য়ায় এবং রুদ্রনীল ঘোষের দুষ্টু অথচ মিষ্টি এক বন্ধুত্বের কাহিনি তুলে ধরে এই ছবি ৷ এই বন্ধুত্বের বয়সটা অবশ্য় একটু বেশি ৷ তাই উঠে এসেছে বেকারত্ব, জীবনের হতাশা, অসফলতার কাহিনিও ৷ ঠিক যেন 'ছদ্মবেশী' টেলিফিল্মটিকে খানিকটা মনে করিয়ে দেয় এই কাহিনি ৷
    ফুকরে
  • ফুকরে:মৃগদীপ সিং লাম্বা পরিচালিত এই ছবিতে পুলকিত সম্রাট, বরুণ শর্মা এবং আলি ফজলদের বন্ধুত্ব যে আপনার মন জয় করে নেবে তা বলাই বাহুল্য ৷ 'ফুকরে' ছবিতে তিন বন্ধু কিছুটা বিপথেও চলে যায় ৷ তবে তাদের একজোট হয়ে সমস্য়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই এই ছবির আসল কথা ৷
  • ছিঁচোড়ে:সুশান্ত সিং রাজপুত, বরুণ শর্মা, শ্রদ্ধা কাপুরদের দেখে কিছুটা মনে পড়ে যেতেই পারে 'থ্রি ইডিয়টস' ছবির কথা ৷ তবে নীতিশ তিওয়ারি পরিচালিত এই ছবিটিও দারুণ ভাবে তুলে ধরে বন্ধুত্বের উদযাপনের কাহিনি ৷ এখানেও উঠে এসেছে কলেজ জীবনের কথা ৷
Last Updated : Jun 7, 2023, 11:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details