কোঝিকোড়, 31 ডিসেম্বর:কেরলের পরিচালক ওমর লুলুর বিরুদ্ধে মামলা দায়ের করল আবগারি দফতর ৷ ট্রেলারে নিষিদ্ধ ড্রাগ এম.ডি.এম.এ-এর ব্যবহার করায় বিরুদ্ধে তাঁর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ দফতরের অভিযোগ লুলু পরিচালিত 'নাল্লা সাময়াম' সিনেমায় এই নিষিদ্ধ ড্রাগের প্রচার করা হয়েছে ৷ আর তাই প্রযোজক সংস্থা এবং পরিচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন তারা(Filmmaker Booked for Promoting Drugs in Movie) ৷
প্রসঙ্গত, গত 30 ডিসেম্বর মুক্তি পায় ছবিটি (Kerala Filmmaker Booked )৷ আর তারপরই মামলা দায়ের হয় ৷ শুক্রবার আবগারি দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ছবিতে শুধু ড্রাগ নয় একেবারের মদ্য়পানেরও প্রচার করা হয়েছে ৷ এমনকী নির্মাতারা ছবিতে বিধিবদ্ধ সতর্কীকরণও করেননি ৷ তিনি বলেন, "বৃহস্পতিবার 'নারকোটিক ড্রাগস আইন অ্যান্ড সাইকোট্রপিক অ্যান্ড সাবস্ট্যানসেস অ্যাক্ট' এবং আবকারি আইনের অধীনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে । আমরা আদালতে এই বিষয়ে একটি রিপোর্ট জমা দিয়েছি ৷" তিনি এও জানিয়েছেন খুব শীঘ্রই ছবির নির্মাতাদের কাছে একটি নোটিশ পাঠানো হবে(Kerala filmmaker Omar Lulu has been booked) ৷