পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Cinematograph Bill 2023: চলচ্চিত্রে 'পায়রেসি' রোধ করতে আসছে নতুন বিল, খুশি বলিউড

নতুন কোনও ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার দুদিনের মধ্যেই নেটদুনিয়ায় তার লিঙ্ক ভাইরাল হয়ে যায় ৷ হলে গিয়ে সিনেমা দেখার পরিবর্তে দর্শকরা ঘরে বসেই তা দেখে নেন ৷ ফলে মার খায় ছবির ব্যবসা ৷ এবার এই বিষয়ে আরও কড়া হতে চলেছে কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রক ৷ আসতে চলেছে নতুন সংশোধনী সিনেমাটোগ্রাফ বিল ৷

Cinematograph Bill
আসতে চলেছে নতুন সংশোধনী সিনেমাটোগ্রাফ বিল

By

Published : Apr 20, 2023, 1:14 PM IST

মুম্বই, 20 এপ্রিল: ফিল্ম সার্টিফিকেশনের জন্য বয়স ভিত্তিক ক্যাটাগরির প্রবর্তন এবং ফিল্ম পাইরেসি রোধ করতে নতুন বিল আনতে চলেছে কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রক ৷ ক্যাবিনেট বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, কেন্দ্রীয় সংসদের পরবর্তী অধিবেশনে সিনেমাটোগ্রাফ বিল পেশ করা হবে ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বলিউড ৷

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বেশ কিছু সময় ধরেই বিভিন্ন পক্ষ পাইরেসি রোধে পদক্ষেপ নেওয়া থেকে শুরু করে বয়সভিত্তিক চলচ্চিত্রের শ্রেণিবিন্যাসের দাবি তুলেছিল ৷ সেই পথেই এগোতে চলেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক ৷ এই ঘোষণার পরেই অভিনেতা অজয় দেবগণ অনুরাগ ঠাকুরকে টুইট ট্যাগ করে লিখেছেন, "সিনেমাটোগ্রাফ আইন সক্রিয়ভাবে সংশোধন করার জন্য ধন্যবাদ ৷ "

প্রোডাকশন হাউস টি-সিরিজ টুইট করে বলেছে, "টি-সিরিজ, যে কোনও ছবির পাইরেসির হুমকি রোধে উন্নতি আনার জন্য সিনেমাটোগ্রাফ অ্যাক্ট, 1952-এ সংশোধনীর আইনে সরকারের সাম্প্রতিক পদক্ষেপকে সমর্থন করে! এই পদক্ষেপটি অত্যন্ত কার্যকর কারণ এটি কেবল চলচ্চিত্র শিল্পের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করবে না বরং এটিকে উত্সাহিত করবে। এমনকি এই সেক্টরে কর্মসংস্থানও বৃদ্ধি করবে ৷"

আরও পড়ুন: ভুয়ো খবর প্রচারের অভিযোগ ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে, আদালতে ঐশ্বর্য-কন্যা আরাধ্যা

অভিনেতা-পরিচালক আর মাধবন এই উন্নয়নকে একটি "উজ্জ্বল" পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তাঁর কথায়,"ছবির পাইরেসির হুমকিকে ব্যাপকভাবে রোধ করতে সিনেমাটোগ্রাফ অ্যাক্ট 1952-এ সংশোধনী অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এটা খুব ভালো একটা পদক্ষেপ ৷ আমি এই আইনকে স্বাগত জানাতে অপেক্ষায় রয়েছি।" এসএলভি সিনেমাস, যে সংস্থা ননী-অভিনীত "দশারা" ছবি প্রযোজনা করেছিল, তাদের তরফ থেকে টুইট করে বলা হয়েছে, "সিনেমাটোগ্রাফ (সংশোধনী) বিল 2023-এর অনুমোদন চলচ্চিত্র শিল্পের জন্য দুর্দান্ত খবর। ছবির পায়রেসি রোধ করতে এটা একটা ভালো পদক্ষেপ ৷"

উল্লেখ্য, অনুরাগ ঠাকুর আরও বলেছেন, নতুন ফিল্ম সার্টিফিকেশন বিভাগগুলির মধ্যে "ইউ" বা 'ইউনিভার্সাল', 'ইউ/সেভেন+' , 'ইউ/তেরো+', 'এবংইউ/ষোলো+' ভাগ করা হবে এবং প্রাপ্তবয়স্কদের জন্য 'এ' রেটিং থাকবে ৷ বর্তমানে, ভারতীয় সিনেমাটোগ্রাফ আইনের অধীনে, ফিল্ম সার্টিফিকেশনের তিনটি বিভাগ রয়েছে। সীমাহীন পাবলিক প্রদর্শনী বা ইউ, 12 বছরের কম বয়সী শিশুদের জন্য পিতামাতার অনুমতি নিয়ে ছবি দেখা বা 'ইউ/এ'। ফিল্ম সার্টিফিকেশনের উদ্দেশ্য হল সমস্ত বয়সের সকলে যাতে ছবি উপভোগ করতে পারে, আবার কোনওভাবেই তা যেন নিয়ম বহির্ভূত না হয় সেটাও দেখতে হবে। এই বয়সভিত্তিক বিধিনিষেধ ওটিটি-র জন্যও প্রযোজ্য। উল্লেখ্য, 2019 সালে রাজ্যসভায় সিনেমাটোগ্রাফ (সংশোধনী) বিল উত্থাপন করা হয়েছিল এবং নতুন বিলটি চলচ্চিত্র শিল্পীদের সঙ্গে পরামর্শের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে৷

ABOUT THE AUTHOR

...view details