হায়দরাবাদ, 8 ডিসেম্বর: অবশেষে সামনে এল বহু প্রতীক্ষীত 'ফাইটার' ছবির টিজার ৷ মারফ্লিক্স ব্যানারের ছবি ফাইটার ৷ বৃহস্পতিবারই প্রযোজনা সংস্থার তরফে থেকে জানানো হয়েছিল শুক্রবার কখন আসবে ফাইটার টিজার ৷ সেই মতো টিজার আসতেই ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ আকাশপথে যুদ্ধবিমান নিয়ে তৈরি হৃত্বিক-দীপিকা-অনিল ৷ দেশের জন্য ফাইটাররা প্রস্তুত ফাইট করতে ৷
দুর্দান্ত টিজার দেখে মুগ্ধ অনুরাগীরা ৷ কোনও সংলাপ ছাড়াই এই টিজার জানিয়ে দিয়েছে, সিনে পর্দায় দেখার অভিজ্ঞতা হতে চলেছে অসাধারণ ৷ অভিনেতা হৃত্বিক রোশন টিজার পোস্ট করে লিখেছেন, "প্রত্যেকটা উড়ান ভারতের নামে ৷ ফাইটার ফরএভার ৷ 25 জুন প্রেক্ষাগৃহে আসবে ফাইটার ৷"
দীপিকা পাড়ুকোন লিখেছেন, "ফাইটার ফরএভার ইন ৷" পোস্ট দেখে মন্তব্য করেছেন নেহা ধুপিয়া, সোফি চৌধুরী, মণীশ মলহোত্রা ৷ নেহা লিখেছেন, "আমি জানি তুমি মজা করছ না ৷ তোমাকে অসাধারণ লাগছে ৷" সোফি লিখেছেন, "দারুণ, দেখার অপেক্ষায় রইলাম ৷" ফ্যাশন ডিজাইনার মণীশ জানিয়েছেন ভালোবাসা ৷ অভিনেতা অনিল কাপুর লিখেছেন, "উড়ান দিতে হয় জেতার জন্য ৷ জীবন যেন যায় দেশের জন্য ৷" অভিনেতার পোস্টে মন্তব্য করেছেন রাকেশ রোশন, রীহা কাপুর ৷
কিছুদিন আগেই ছবিতে চরিত্রের নাম ও লুক প্রকাশ্যে আনা হয় প্রযোজনা সংস্থার তরফে ৷ সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে হৃত্বিককে দেখা যাবে স্কোয়ার্ডন লিডার শামসের পাঠানিয়া তথা প্যাটির চরিত্রে ৷ এয়ার ড্রাগনস ইউনিটের স্কোয়ার্ডন পাইলট তিনি ৷ ছবিতে দীপিকা পাড়ুকোনের চরিত্রের নাম মিনাল রাথোর ৷ সংক্ষেপে মিন্নি ৷ এয়ার ড্রাগনস ইউনিটের স্কোয়ার্ডন পাইলট তিনিও ৷ এবার গ্রুপ ক্যাপ্টেনের পরিচয় করানো যাক ৷ গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং-এর চরিত্রে দেখা যাবে অনিল কাপুরকে ৷ সংক্ষেপে যিনি টিমের কাছে পরিচিত রকি নামে ৷ কম্যান্ডিং অফিসারের চরিত্রে অনিল কাপুরের লুক নজর কেড়েছে সকলের ৷